iTel P40+ Launched: মাত্র 8,099 টাকায় 7000mAh ব্যাটারি ফোন! iTel P40+ দেশে লঞ্চ করেই চমকে দিল সবাইকে, দেখুন ফিচার

iTel P40+ Launched: মাত্র 8,099 টাকায় 7000mAh ব্যাটারি ফোন! iTel P40+ দেশে লঞ্চ করেই চমকে দিল সবাইকে, দেখুন ফিচার
HIGHLIGHTS

Itel P40+ লঞ্চ করল দেশে

এই ফোনে আছে 7000 mAh ব্যাটারি

Unisoc প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন

iTel -এর তরফে সোমবার ভারতে একটি নতুন ফোন লঞ্চ করা হল। এই চিনা কোম্পানির তরফে এদিন একটি বাজেট ফ্রেন্ডলি ফোন আনা হল দেশে। সদ্য লঞ্চ হওয়া ফোনটির নাম iTel P40+।

এখানে গ্রাহকরা LCD ডিসপ্লে পেয়ে যাবেন। সঙ্গে থাকবে একটি পাঞ্চ হোল কাট আউট। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 

Unisoc T606 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। তবে এগুলো কিছুই এই ফোনের মূল আকর্ষণীয় বিষয় নয়। এটা মূল আকর্ষণ হল এর ব্যাটারি। 

 7000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে 41 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এখানে। 

iTel P40+ ফোনটির দাম কত দেশে?

ভারতে এই ফোনটি 8,099 টাকায় লঞ্চ হয়েছে। এই টাকার বিনিময়ে যে কেবল 7000 mAh -এর শক্তিশালী ব্যাটারি পাবেন সেটাই নয়, একই সঙ্গে এখানে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ফোর্স ব্ল্যাক এবং আইস সায়ান রঙে কেনা যাবে এটি। 

আরও পড়ুন: IQOO Neo 7 Pro launched: Snapdragon-এর শক্তিশালী প্রসেসর নিয়ে দেশে লঞ্চ করল IQOO-এর ফোন, জেনে নিন দাম সহ ফিচার

আগামী 11 জুলাই থেকে এই ফোন Amazon থেকে কেনা যাবে। যাঁরা ICICI এবং SBI -এর গ্রাহকরা তাঁরা যদি ব্যাংকের কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন তাহলে তাঁরা 10% ছাড় পাবেন। 

কী কী ফিচার আছে এখানে? 

1. ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে এই ফোন। 

2. অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে চলে এটি। 

iTel p40+ launched in india

3. এখানে আছে 6.8 ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন। স্ক্রিনে একটি পাঞ্চ হোল কাট আউট আছে যেখানে থাকবে সেলফি ক্যামেরা। 

4. Unisoc T606 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 

5. 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

আরও পড়ুন: Samsung Galaxy M34 5G India Price Tipped: 6000mAh-এর শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে স্যামসাংয়ের নতুন ফোন, লঞ্চের আগেই ফাঁস দাম!

6. কানেকটিভিটির জন্য পাবেন wifi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি। 

7. 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ পাবেন 7000 mAh ব্যাটারি। এখানে 18 দিনের স্ট্যান্ড বাই টাইম পাবেন। 72 ঘণ্টার মিউজিক প্লেব্যাক এবং 41 ঘণ্টার টকটাইম পাবেন এক চার্জে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo