চিনা কোম্পানি Itel কোম্পানি ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Itel P55 5G এবং Itel S23+ লঞ্চ করে দিয়েছে। Itel P55 5G দাম 9,699 টাকা থেকে শুরু হয়। এই ফোনটি ভারতে সবচেয়ে সস্তা 5G Smartphone হিসেবে বলা হচ্ছে। তবে এর আগে Cheapest 5G Smartphone হিসেবে ভারতীয় বাজারে ছিল Lava Blaze 5G এবং POCO M6 Pro 5G, যা 10,999 টাকার দামে বিক্রি করা হত। এখন Itel P55 5G ফোনটি 10,000 টাকা কম দামে (5G Smartphone Under 10000) সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন অফার করছে।
Itel S23+ ভারতে প্রথম স্মার্টফোন, যা 15000 টাকার কমে 3D curved AMOLED Display অফার করে। এই দুটি ফোনেই কম দামে দুর্দান্ত কিছু ফিচার দেওয়া হয়েছে, যা এই সেগামেন্টের স্মার্টফোনে পাওয়া মুশকিল।
আসুন Itel P55 5G এবং Itel S23+ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, দাম সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Jio এই সস্তা Recharge Plan-এ মিলবে Free Netflix Subscription, আপনার কাছে কী আছে?
Itel P55 5G ফোনটি দুটি মডেলে আনা হয়েছে-
4GB + 64GB ভ্যারিয়্যান্টের দাম 9,699 টাকা
6GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 9,999 টাকা
Itel P55 5G Sale India 4 অক্টোবর Amazon থেকে করা হবে। ফোনটি দুটি কালার অপশনে আনা হয়েছে- Vibrant Blue এবং Green।
Itel P55 5G ফোনে 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে অফার করা হয়েছে, যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া। ফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসরে কাজ করে। এই ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। ফটোগ্রাফির জন্য এতে 50MP মেইন সেন্সর এবং AI লেন্স দেওয়া হয়েছে। ফোনকে পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনকে সুরক্ষিত রাখতে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। এছাড়া থাকছে 5G, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
আরও পড়ুন: মাত্র 12499 টাকায় 5G Smartphone, 16GB RAM সহ Lava Blaze Pro 5G Launched
Itel S23+ ফোনটি একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে-
8GB RAM + 256GB স্টোরেজ এর দাম 13,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Elemental Blue এবং Lake Cyan কালার অপশনে কেনা যাবে।
Itel P55 5G Sale India ভারতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হবে বলে জানা গিয়েছে।
Itel S23+ ফোনে স্লিম এবং হালকা ডিজাইন সহ 6.78-ইঞ্চি FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz এবং পিক ব্রাইটনেস 500 নিটস পর্যন্ত পাওয়া যাবে। ফোনে পারফরম্যান্সের জন্য Unisoc T616 প্রসেসর দেওয়া। 8GB RAM এবং 256GB স্টোরজে সহ আসব এই ফোন। ক্যামেরা ক্ষেত্রে ফোনে 50MP মেইন সেন্সর এবং AI লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্টে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। এই ফোনে 5000mAh ব্যাটারি সহ আসে।
আরও পড়ুন: 2000 টাকা দাম কমল Redmi Note 12 ফোন, New Price জানেন কত । Tech News