iTel -এর তরফে দেশে একটি নতুন ফিচার ফোনের লাইন আপ লঞ্চ করা হল। এই নতুন ফিচার ফোন সিরিজের নাম সুপার গুরু দেওয়া হয়েছে। iTel -এর এই Super Guru সিরিজে তিনটি ফিচার ফোন আছে। এক ফোনগুলোর নাম হল Super Guru 200, Super Guru 400 এবং Super Guru 600।
এই ফোনে ইন বিল্ট ভাবেই আছে UPI পেমেন্ট অ্যাপ। GSPay App হচ্ছে এই ফোনের নজর কাড়া ফিচার। এটি তৈরি করেছে Gupshup.io এবং এটি পরিচালিত হয় NPCI এর UPI 123 Pay -এর দ্বারা।
এটার সাহায্যে সহজেই মোবাইলে লেনদেন করা যাবে। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা যেমন টাকা লেনদেন করতে পারবেন তেমনই বিল দেওয়া, ইত্যাদিও করা যাবে সহজেই।
এই iTel Super Guru সিরিজের ফিচার ফোনগুলোকে গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এছাড়া অন্যান্য রিটেলারদের থেকেও পেয়ে যাবেন। এই তিনটি ফোনের দামই 2,000 টাকার মধ্যে।
Super Guru 200 ফোনটি কিনতে গেলে দাম পড়বে 1,499 টাকা, এটাই সব থেকে সস্তার মডেল। এরপর Super Guru 400 মডেল হচ্ছে মাঝারি রেঞ্জের মডেল। এটার দাম হল 1,699 টাকা। আর 1,899 টাকার বিনিময় কেনা যাবে Super Guru 600 ফোনটি।
এই Super Guru সিরিজের প্রতিটা ফোনেই গ্রাহকরা পাবেন শক্তিশালী কল অ্যালার্ট সিস্টেম। ফলে আপনি যোগাযোগের জন্য এটাকে নির্ভরযোগ্য ভাবে ব্যবহার করতে পারেন। এখানে একটি স্টার্ডি, ডিউরাবেল ডিজাইন আছে, ফলে রোজকার ব্যবহারের জন্য এটা ভীষণই আদর্শ।
এছাড়া গ্রাহকরা এখানে একটি ফ্রি ট্রান্সপারেন্ট এবং ডটেড কভার পেয়ে যাবেন প্রতিটা ফোনের সঙ্গেই। এই কভার যেমন আপনার ফোনকে সুরক্ষা দেবে তেমনই স্টাইল বাড়াবে। ফোনটির মেয়াদ বাড়বে খুব সহজ ভাষায় বলতে গেলে।
Super Guru 400 ফোনটিতে গ্রাহকরা পেয়ে যা এন একটি স্লিক এবং স্লিম ডিজাইন। এখানে 9.8 mm ডেপথ আছে। এই ফোনে গ্রাহকরা পাবে।
2.4 mm -এর একটি ডিসপ্লেতে। ক্যামেরা আছে সঙ্গে 1200 mAh -এর ব্যাটারি পাবেন একটি। এখানে 14 দিনের স্ট্যান্ডবাই টাইম উপলব্ধ আছে।
অন্যদিকে Super Guru 200 ফোনটিতে আছে 1200 mAh ব্যাটারি সহ 21 দিনের স্ট্যান্ডবাই টাইম। এখানে আছে 1.3 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। ফলে বুঝতেই পারছেন এটার সাহায্যে অনেক দ্রুত এবং সঠিক ভাবে স্ক্যান করা যাবে।
UPI লেনদেন সহজেই হবে এটার সাহায্যে। এখানে 1.8 ইঞ্চির ডিসপ্লে আছে। রোজকার ব্যবহারের জন্য এই ফোন একেবারেই যথাযথ।
Super Guru 600 ফোনটিতে একটি এগ্রনোমিক মেটাল ডিজাইন পাবেন। এখানে 2.8 ইঞ্চির একটি ডিসপ্লের সঙ্গে গ্রাহকরা 1900mAh ব্যাটারি পেয়ে যাবেন। 20 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এই ফোনে। এখানেও 1.3 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে।