1500 টাকার কম দামে নতুন Itel ফোন লঞ্চ, একবার চার্জে চলবে 12 দিনের ব্যাকআপ
itel কোম্পানি ভারতীয় বাজরে তার একটি নতুন ফিচার ফোন itel it5330 লঞ্চ করেছে। লেটেস্ট ফোনটি 1500 টাকারও কম দামে আনা হয়েছে। নতুন ফোনটি গ্লাস বডি ডিজাইনে লঞ্চ করা হয়েছে। নতুন ফোন 12 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ আসে।
আসুন এই সস্তা ফিচার ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
আপনি যদি বাড়ির বয়স্কদের জন্য নতুন ফিচার কিনতে চাইছেন, তবে এটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: Alert! 1 জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে UPI Id, অনলাইন পেমেন্টের নয়া নিয়ম জারি
আইটেল it5330 ফোনে 2.8 ইঞ্চি QVGA ডিসপ্লে পাওয়া যাবে।
it5330 ফিচার ফোনে কোম্পানি 1900mAh ব্যাটারি অফার করে। ফোনে 12 দিন পর্যন্ত ব্যাকআপ দেওয়া হচ্ছে।
এই ডিভাইসে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
ফোনে ইংরেজি, হিন্দি, গুজরাটি, তেলেগু, তামিল, পাঞ্জাবি, কন্নড়, মালায়লাম এবং বাংলা ভাষা সাপোর্ট করে।
ফোনে অটো কল রেকর্ডিং এবং ভিজিএ ক্যামেরার সুবিধা রয়েছে।
আরও পড়ুন: WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আনছে নতুন অ্যালবাম ফিচার, জানুন কীভাবে কাজ করবে এটি