iQOO Z9x 5G: Snapdragon 6 Gen 1 সহ ভারতে আসছে নতুন আইকিউ ফোন, প্রকাশ হল নতুন টিজার
iQOO ভারতে তার নতুন স্মার্টফোন iQOO Z9x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে
আইকিউর এই ফোনটি ভারতে 16 মে লঞ্চ করা হবে
আপকামিং আইকিউ ফোনে কোম্পানি পাওয়ারফুল চিপসেট Snapdragon 6 Gen 1 অফার করবে
iQOO ভারতে তার নতুন স্মার্টফোন iQOO Z9x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি কোম্পানি আইকিউ Z9x 5G লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। আইকিউর এই ফোনটি ভারতে 16 মে লঞ্চ করা হবে। কোম্পানির তরফে একটি নতুন পোস্ট করা হয়েছে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নতুন আইকিউ জি৯এক্স ৫জি স্মার্টফোনের একটি নতুন পোস্ট করেছে কোম্পানি। নতুন পোস্টে ফোনে চিপসেট সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। আপকামিং আইকিউ ফোনে কোম্পানি পাওয়ারফুল চিপসেট Snapdragon 6 Gen 1 অফার করবে।
iQOO Z9x 5G স্মার্টফোনে কী থাকবে বিশেষ
Unleash your inner trendsetter! With its ultra-sleek 7.99mm design, the iQOO Z9x lets you flaunt your style while staying #FullDayFullyLoaded.
— iQOO India (@IqooInd) May 8, 2024
Loading on 16th May @amazonIN and https://t.co/75ueLp6Bm1#iQOO #iQOOZ9x #FullDayFullyLoaded pic.twitter.com/wONg0EbTg6
আইকিউ জি৯এক্স ৫জি স্মার্টফোনের পারফরম্যান্স পাওয়ারফুল হবে। এই চিপসেটের সাথে ফোনে গ্রাহকরা কোনো বাধা ছাড়াই মাল্টিটাস্কিংয়ের সেরা অভিজ্ঞতা পাবেন। বলে দি যে এই ফোনের ল্যান্ডিং পেজ Amazon সাইটে লাইভ করে দেওয়া হয়েছে।
কেমন হবে ব্যাটারি পারফরম্যান্স
আপকামিং আইকিউ ফোনের ব্যাটারি পারফরম্যান্সও সেরা হতে চলেছে। আইকিউ ৫জি স্মার্টফোনের ব্যাটারি এবং চার্জিং স্পিড সম্পর্কে কোম্পানি জানিয়েছে। এতে 6000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। ফোনে 44W ফ্ল্যাশ চার্জ ফিচারও থাকতে পারে।
কোম্পানির দাবি যে আইকিউ Z9x 5G স্মার্টফোনটি 6000mAh ব্যাটারি সহ ভারতের সবচেয়ে পাতলা ফোন হবে।
iQOO Z9x ফোনের ভারতে কত হবে দাম
লেটেস্ট আইকিউ ফোনের দাম 12,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি এখনও ডিভাইসের দাম সম্পর্কে কিছু ঘোষনা করেনি।
আরও পড়ুন: OPPO Reno 12 Pro 5G: 50MP সেলফি ক্যামেরা সহ এন্ট্রি করবে নতুন ওপ্পো ফোন, জানুন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile