iQoo Z9x 5G: সস্তা ৫জি স্মার্টফোন লঞ্চ করল আইকিউ, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি
iQoo Z9x 5G স্মার্টফোন কোয়ালকম এর Snapdragon 6 Gen 1 প্রসেসর সহ ভারতে লঞ্চ হয়েছে
আইকিউ জি৯এক্স ৫জি ফোনটি ভারতে 12,999 টাকার শুরুর দামে আনা হয়েছে
ফোনের বিক্রি 21 মে দুপুর 12টা থেকে অনলাইন শপিং সাইট Amazon এবং আইকিউ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে হবে
iQoo Z9x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়ে গেছে। এটি কোম্পানির লেটেস্ট বাজেট 5G ফোন। লেটেস্ট জি৯এক্স ৫জি ফোনে কোয়ালকম এর Snapdragon 6 Gen 1 প্রসেসর অফার করা হয়েছে। ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনে কী বিশেষ রয়েছে।
iQOO Z9x 5G ভারতে দাম কত এবং বিক্রি কবে
আইকিউ জি৯এক্স ৫জি ফোনটি ভারতে 12,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 4GB+128GB মডেল কেনা যাবে। পাশাপাশি, 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 14,499 টাকা রাখা হয়েছে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 15,999 টাকায় পাওয়া যাবে।
আরও পড়ুন: ভারতে ধামাকা করতে আসছে OnePlus এর দুটি শক্তিশালী স্মার্টফোন, বাজেট দামে করবে এন্ট্রি
The #iQOOZ9x has launched now and is available at an incredible price of just ₹11,999*, making it th #FullyLoaded Smartphone. Stay #FullDayFullyLoaded with India's Slimmest* 6000 mAh battery and Snapdragon 6 Gen 1 making it the Fastest in the Segment* 💰🔋
— iQOO India (@IqooInd) May 16, 2024
Sale goes live on… pic.twitter.com/PccQIsLWeD
নতুন ফোনটি টর্নেডো গ্রিন এবং স্টর্ম গ্রে কালার অপশনে আসে। ফোনের বিক্রি 21 মে দুপুর 12টা থেকে অনলাইন শপিং সাইট Amazon এবং আইকিউ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে হবে। ফোনটি SBI এবং ICICI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
iQoo Z9x স্পেসিফিকেশন এবং ফিচার কী
ডিসপ্লে: জেড৯এক্স ৫জি ফোনে 6.72 ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকম Snapdragon 6 Gen 1 প্রসেসর পাওয়া যাবে। এটি 8GB LPDDR4X এর সাথে পেয়ার করা হয়েছে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে সেকেন্ডারি সেন্সরটি 2 মেগাপিক্সেলের। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: আইকিউ ফোনে 6000mAh ব্যাটারি থাকছে, যা 44W চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile