50MP ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ iQOO Z9s series ভারতে লঞ্চ, জানুন দাম কত

Updated on 21-Aug-2024
HIGHLIGHTS

iQOO ভারতে তার দুটি নতুন স্মার্টফোন iQOO Z9s, Z9s Pro লঞ্চ করেছে

iQOO Z9s ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়

আইকিউ জি9এস প্রো ফোনের দাম 24,999 টাকা থেকে শুরু হয়

iQOO ভারতে তার দুটি নতুন স্মার্টফোন iQOO Z9s, Z9s Pro লঞ্চ করেছে। iQOO Z9s Series এর দুটি স্মার্টফোন 20000 থেকে 30000 টাকার দামে বাজারে আনা হয়েছে। কোম্পানির দুটি স্মার্টফোনে দুর্দান্ত প্রসেসর, ফাস্ট চার্জিং এবং দুর্ধর্ষ ক্যামেরা পাওয়া যাবে। আসুন আইকিউ জি9এস এবং আইকিউ জি9এস প্রো স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO Z9s, Z9s Pro ফোনের ভারতে দাম কত

আইকিউ জি9এস ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। এই দামে 8GB+128GB মডেল কেনা যাবে। ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা। এছাড়া ফোনের 12GB+256GB স্টোরেজের দাম 23,999 টাকা।

আরও পড়ুন: মাত্র 10000 টাকার দামে ভারতে লঞ্চ হল সস্তা Moto 5G ফোন, 50MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর

পাশাপাশি, আইকিউ জি9এস প্রো ফোনের দাম 24,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+256GB মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 16GB + 256GB মডেলের দাম 28,999 রাখা হয়েছে।

আইকিউর দুটি ফোনের বিক্রি Amazon থেকে বিক্রি কর হবে। আইকিউ জি9এস প্রো ফোনের বিক্রি 23 অগাস্ট থেকে করা হবে। আইকিউ জি9এস ফোনের বিক্রি 29 অগাস্ট থেকে শুরু হবে।

লঞ্চ অফারের আওতায় HDFC এবং ICICI কার্ড পেমেন্টে 3000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।

আইকিউ জি9এস এবং আইকিউ জি9এস প্রো ফোনে স্পেক্স কী রয়েছে

স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বললে, আইকিউ জি9এস এবং জি9এস প্রো ফোনে 6.7-ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। দুটি ফোনেই 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। তবে প্রো মডেলে 4500 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে এবং জি9এস ফোনে 1800 নিট ব্রাইটনেস রয়েছে।

iQOO Z9s pro with 4k ois video record camera and stunning design

প্রসেসর হিসেবে আইকিউ জি9এস ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। আইকিউ জি9এস প্রো ফোনটি স্ন্যাপড্রাগন প্রসেসরে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জি9এস ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। মেইন সেন্সর 50MP সোনি IMX882 রয়েছে। এটি OIS সাপোর্ট করে। ফোনে 2MP পোট্রেট ক্যামেরাও দেওয়া। পাশাপাশি, Z9s Pro ফোনে OIS সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া। দুটি ফোনের ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে নতুন আইকিউ ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া। তবে জি9s ফোনে 44W ফাস্ট চার্জিং এবং জি9s প্রো ফোনে 80W চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: BSNL 5G আসার আগেই 5 মাসের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যান লঞ্চ, প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :