6400mAh ব্যাটারি সহ iQOO লঞ্চ করল পাওয়ারফুল স্মার্টফোন, জানুন আর কী রয়েছে বিশেষ

Updated on 03-Jan-2025
HIGHLIGHTS

আইকিউ বাজারে তার নতুন স্মার্টফোন iQOO Z9 Turbo Long Battery Life Edition লঞ্চ করে দিয়ে

দীর্ঘ ব্যাটারি লাইফ এডিশনে কোম্পানি 6400mAh এর ব্যাটারি অফার করেছে

আইকিউ জি9 টার্বো ফোনের সাথে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করা হচ্ছে

আইকিউ বাজারে তার নতুন স্মার্টফোন iQOO Z9 Turbo Long Battery Life Edition লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই ফোনটি বর্তমানে চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। লেটেস্ট আইকিউ ফোনের স্ট্যান্ডার্ড ভার্সনে 6000mAh এর ব্যাটারি অফার করা হয়েছে। তবে দীর্ঘ ব্যাটারি লাইফ এডিশনে কোম্পানি 6400mAh এর ব্যাটারি অফার করেছে। এই ব্যাটারি 80W এর ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনের সাথে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করা হচ্ছে।

iQOO Z9 Turbo ফোনের দাম কত

লেটেস্ট আইকিউ জি9 টার্বো ফোনের দাম 1899 ইউয়ান (প্রায় 22,320 টাকা) রাখা হয়েছে। ফোনের বিক্রি চীনের বাজারে শুরু করে দেওয়া হয়েছে। আসুন আইকিউ জি9 টার্বো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।

আরও পড়ুন: 365 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর এই সস্তা প্ল্যান লাগবে না আর কোনো রিচার্জ, Jio, Airtel এবং Vodafone এর বাড়ল টেনশন

আইকিউ জি9 টার্বো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

কোম্পানি এই ফোনে 2800*1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের পিক ব্রাইটনেস 4500 নিট দেওয়া।

পারফরম্যান্সের জন্য ফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। এটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ আসে।

ফটোগ্রাফির ক্ষেত্রে কোম্পানি এই ফোনে LED ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা দিচ্ছে। এতে 50MP সহ OIS সাপোর্ট থাকবে যা 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে আইকিউ ফোনটি 6400mAh ব্যাটারি সহ আনা হয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম হিসেবে আইকিউ এর নতুন স্মার্টফোনটি Android 15 ভিত্তিক Origin OS 5 এ কাজ করে।

আরও পড়ুন: আর মাত্র কয়েকটা দিন! এই দিন ভারতে আসছে OnePlus 13 এবং OnePlus 13R, লঞ্চের আগেই জেনে নিন ফোনের প্রসেসর ক্যামেরা, ব্যাটারি ডিটেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :