আইকিউ তার জেড9 সিরিজের আওতায় নতুন এবং সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি iQOO Z9 Lite 5G নামে ভারতের বাজারে আনা হয়েছে। কম দামের আইকিউ জেড9 লাইট 5G ফোনটি স্পেসিফিকেশন এবং ফিচার দিক থেকে বেশ পাওয়ারফুল। স্পেক্সের কথা বললে, এতে 50MP রিয়ার ক্যামেরা, 12GB পর্যন্ত RAM, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট পাওয়া যাবে। আসুন নতুন আইকিউ ফোনের সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
আইকিউ জেড9 লাইট 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে আনা হয়েছে। ফোনের 4GB RAM+128GB স্টোরেজের দাম 10,499 টাকা। পাশাপাশি, 6GB RAM+128GB মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে। ফোনটি ব্লু এবং মোচা ব্রাউন মতো দুটি কালার অপশনে কেনা যাবে। ফোনের বিক্রি Amazon এবং রিটেল স্টোর আউটলেট থেকে 20 জুলাই দুপুর 12টায় শুরু হবে।
আরও পড়ুন: OnePlus Nord 4 Launch: ভারতে এই দামে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড 4, জেনে নিন 4 টপ ফিচার কী থাকবে
অফারের কথা বললে, ফোনে 500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হবে। ছাড়ের পর ফোনের বেস মডেল 9999 টাকায় এবং টপ মডেল 10,999 টাকায় আপনার হতে পারে।
ডিসপ্লে: আইকিউ জেড9 লাইট 5G ফোনে 6.56-ইঞ্চির আল্ট্রা ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 840 নিট ব্রাইটনেস, হাই রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট থাকবে।
প্রসেসর: ফোনে চিপসেট হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 রয়েছে।
RAM এবং স্টোরেজ: আইকিউ জেড 9 লাইট ফোনে 6GB পর্যন্ত RAM এর সাথে 128GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনে 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM ও পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP প্রাইমারি AI ক্যামেরা এবং 2MP বোকেহ লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে কোম্পানি নতুন আইকিউ ফোনে 5000mAh এর বড় ব্যাটারি অফার করেছে। ফোনটিকে চার্জ করবে 15W ফাস্ট চার্জিং।
অপারেটিং সিস্টাম: অপারেটিং সিস্টামের কথা বললে, আইকিউ 5G ফোনটি Android 14 ভিত্তিক ফন টাচ এ কাজ করে। ফোনের সাথে 2 বছরের Android আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট ও থাকবে।