Upcoming iQOO Phone: 10,000 টাকার কমে আজ আসছে নতুন আইকিউ 5G ফোন, জানুন কী রয়েছে বিশেষ

Upcoming iQOO Phone: 10,000 টাকার কমে আজ আসছে নতুন আইকিউ 5G ফোন, জানুন কী রয়েছে বিশেষ
HIGHLIGHTS

আইকিউ ভারতে তার একটি সস্তা iQOO Z9 Lite 5G ফোন আনছে চলছে

খবর অনুযায়ী নতুন আইকিউ ফোনটি 10,000 টাকার বাজাটে ভারতে এন্ট্রি নেবে

নতুন ফোন 50MP Sony AI ক্যামেরা সহ পাওয়ার দিতে দেওয়া হয়েছে 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি

আইকিউ ভারতে তার একটি সস্তা iQOO Z9 Lite 5G ফোন আনছে চলছে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং আইকিউ জেড9 লাইট 5G ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়ে গেছে। নতুন ফোন 50MP Sony AI ক্যামেরা সহ আসবে। আপকামিং ফোনে পাওয়ার দিতে দেওয়া হয়েছে 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি। খবর অনুযায়ী নতুন আইকিউ ফোনটি 10,000 টাকার বাজাটে ভারতে এন্ট্রি নেবে। আসুন জেনে নেওয়া যাক নতুন আইকিউ জেড9 লাইট ফোনে স্পেসিফিকেশন এবং দাম কত হবে।

iQOO Z9 Lite 5G

অনলাইন শপিং ওয়েবসাইট Amazon -এ আইকিউ জেড9 লাইট 5G ফোনের ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। নতুন আইকিউ ফোনটি দুপুর 12টায় লঞ্চ করা হবে। এই পেজে দেওয়া তথ্য অনুযায়ী, আপকামিং ফোনটি অফারের সাথে 10 হাজার টাকার কম দামে কেনা যাবে। কোম্পানির তরফে ফোনের দাম 9xxx টাকা শোকেস করা হয়েছে।

আরও পড়ুন: New OnePlus Smartphone: ওয়ানপ্লাস 5G ফোনের নতুন মডেল লঞ্চ, প্রথম সেলে 3000 টাকার ছাড় এবং বিনামূল্যে মিলবে ইয়ারবডস

iQOO Z9 Lite Price in india
#iQOO Z9 Lite

কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে আইকিউ জেড9 লাইট 5G ফোনে

ডিসপ্লে: আইকিউ ফোনটি 6.56-ইঞ্চি ডিসপ্লে সহ আনা হবে। এটি 840 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য আইকিউ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট অফার করা হবে।

RAM এবং স্টোরেজ: আইকিউর নতু ফোনটি 6GB+6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে।

iQOO Z9 Lite 5G RAM Option

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে 50MP মেইন সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকছে।

ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ জেড9 লাইট ফোনে কোম্পানি 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে।

শুধু তাই নয়, জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনে IP64 রেটিং দেওয়া।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vodafone Idea: এক বছরের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার? জেনে নিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo