লেটস্ট iQOO Z9 5G ফোনের প্রথম সেল ভারতে শুরু, রয়েছে 2000 টাকার ডিসকাউন্ট, জানুন দাম কত
iQOO Z9 5G ফোনের সেল ভারতে শুরু হয়েছে, ফোনের বিক্রি অলনাইন শপিং সাইট Amazon থেকে করা হবে
আইকিউ নতুন ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে
ফোনে 50 মেগাপিক্সেলের Sony IMX882 OIS প্রাইমারি ক্যামেরা রয়েছে
iQOO সম্প্রতি ভারতে তার লেটেস্ট ফোন iQOO Z9 5G লঞ্চ করেছে। নতুন ফোনটি 20 হাজার টাকার কম দামে আনা হয়েছে। আইকিউ জেড৯ ৫জি দুটি কালার অপশনে কেনা যাবে। আজ এই ফোনের প্রথম সেল শুরু গেছে। প্রথম সেলেই কোম্পানি এই ফোনে ডিসকাউন্ট অফার করছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন।
iQOO Z9 5G Price in India
আইকিউ নতুন ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে। এই দামে গ্রাহকরা ফোনরে 8GB+128GB স্টোরেজ অপশন কিনতে পারবেন।
আরও পড়ুন: iQOO এর সবচেয়ে শক্তিশালী 5G Smartphone ভারতে লঞ্চ; Realme, Nothing ফোনকে দেবে টেক্কা
Ready to meet the Fresher everyone wants in their group – my new #iQOOZ9 5G! 📚 Featuring the powerful Sony IMX882 OIS Camera*. Get the #FullyLoaded Performer starting at just ₹17,999* @amazonIN and https://t.co/7tsZtgCLEX
— iQOO India (@IqooInd) March 14, 2024
Buy Now – https://t.co/VbDgKo6fqM
*T&C Apply pic.twitter.com/lufWhzn3RU
ছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজ অপশনও রয়েছে, যার দাম 21,999 টাকা। ফোনের বিক্রি অলনাইন শপিং সাইট Amazon থেকে করা হবে।
অফারের কথা বললে, গ্রাহকরা ICICI বা HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে এই ফোনটি 17,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
Z9 5G Specification
নতুন ফোনে 6.67-ইঞ্চি আল্ট্র ব্রাইট 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর সহ আনা হয়েছে।
ফোনে 50 মেগাপিক্সেলের Sony IMX882 OIS প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি থাকছে।
আরও পড়ুন: Vivo লঞ্চ করল সস্তা স্মার্টফোন Vivo Y03, ডুয়াল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile