50MP ক্যামেরা এবং Dimensity 7200 প্রসেসর সহ iQOO Z9 5G ফোনের হবে এন্ট্রি, লিক হল ফিচার

50MP ক্যামেরা এবং Dimensity 7200 প্রসেসর সহ iQOO Z9 5G ফোনের হবে এন্ট্রি, লিক হল ফিচার
HIGHLIGHTS

iQOO ভারতে তার নতুন স্মার্টফোন iQOO Z9 5G আনতে চলেছে

লিক হওয়া ছবিতে ফোনের ফ্রন্ট এবং রিয়ার ডিজাইন প্রকাশ হয়েছে

একজন টেক ইউটিউবার CallMeShazzam আপকামিং আইকিউ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে

iQOO ভারতে তার নতুন স্মার্টফোন iQOO Z9 5G আনতে চলেছে। আপকামিং ফোনটি লঞ্চের আগে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। লিক থেকে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ হয়েছে।

সম্প্রতি একজন টেক ইউটিউবার CallMeShazzam আপকামিং আইকিউ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। এছাড়া টিপস্টরের হাতে নতুন ফোনটিও দেখা যায়। লিক হওয়া ছবিতে ফোনের ফ্রন্ট এবং রিয়ার ডিজাইন প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ Z9 5G সম্পর্কে।

আরও পড়ুন: Realme 12 এবং Realme 12+ 5G ভারতে 6 মার্চ হবে লঞ্চ, ক্যামেরা এবং প্রসেসরের আগে সব ফেল!

কত দামে আসবে iQOO Z9 5G

আপাতত, আইকিউর ফোনের দাম এবং বিক্রি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনের লিক হওয়া স্পেসিফিকেশন থেকে জানা গিয়েছে যে ডিভাইসটি 25000 টাকার দামে কমে আসতে পারে। তবে কোম্পানি Z9 5G সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি যা মার্চ মাসের প্রথম দিকে আসতে পারে।

iQOO Z9 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

CallMeShazzam-এর মতে নতুন আইকিউ ফোনে একটি পাঞ্চ-হোল সহ একটি AMOLED ডিসপ্লে থাকবে। এতে 6 ইঞ্চি স্ক্রিন পাওয়া যাবে। এতে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পলিং রেট থাকতে পারে।

iQOO Z9 5G live shots, specs leaked: Design, processor & more revealed
Credit: Gizmochina

পারফরম্যান্সের জন্য এতে Mediatek Dimensity 7200 চিপসেট থাকবে। আপকামিং স্মার্টফোনটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এতে ডুয়াল-ক্যামেরা সেটআপ এবং একটি পিল সাইজের LED ফ্ল্যাশ দেওয়া যেতে পারে। ফোনের পিছনে কোম্পানির ব্র্যান্ডিং ‘iQOO’ লেখা আছে।

ক্যামেরা সেটআপের কথা বললে, এই স্মার্টফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: Samsung Galaxy F15 5G: 6000mAh ব্যাটারি সহ স্যামসাং এর সস্তা 5G স্মার্টফোন আসছে ভারতে, জানুন লঞ্চ কবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo