iQOO এর সবচেয়ে শক্তিশালী 5G Smartphone ভারতে লঞ্চ; Realme, Nothing ফোনকে দেবে টেক্কা

Updated on 12-Mar-2024
HIGHLIGHTS

iQOO ভারতে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন iQoo Z9 5G লঞ্চ করেছে

আইকিউ Z9 5G ফোনের 8GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকায় কেনা যাবে

আইকিউ Z9 5G ফোনের প্রতিযোগিতা বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া Realme 12 এবং Realme 12+-এর সাথে হবে

iQOO ভারতে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন iQoo Z9 5G লঞ্চ করেছে। জেড সিরিজে আসা নতুন ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে। নতুন স্মার্টফোনটি মিডিয়াটেক এর ডায়মেনসিটি 7200 5G প্রসেসরে কাজ করবে। আইকিউ Z9 5G ফোনের প্রতিযোগিতা বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া Realme 12 এবং Realme 12+-এর সাথে হবে।

iQOO Z9 5G Price in India

আইকিউ Z9 5G ফোনের 8GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনে 8GB RAM/256GB স্টোরেজ মডেলও রয়েছে। এটি 21,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Nothing Phone 2a: 12GB RAM সহ নথিং ফোনে প্রথম সেলে দেদার ছাড়, 20 হাজারের কমে কেনার সুযোগ!

কোম্পানি লেটেস্ট ফোনে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। গ্রাহকরা এই ডিসকাউন্ট ICICI এবং HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পেতে পারেন। ছাড় পাওয়ার পরে ফোনটি 17,999 টাকা এবং 19,999 টাকায় কেনা যাবে।

লেটেস্ট আইকিউ ফোনটি 13 মার্চ দুপুর 12 টায় Amazon Prime Arly Access Sale-এ বিক্রি করা হবে। বাকি সমস্ত গ্রাহকরা এই ফোনটি 14 মার্চ থেকে কিনতে পারবেন।

Z9 5G specifications

নতুন ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED প্যানেল পাওয়া যাবে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি IP54 সহ আসে, যা ধুল এবং জল থেকে বাঁচাবে।

এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট কাজ করবে। গ্রাফিক্স কাজের জন্য এটি Mali-G610 GPU এর সাথে পেয়ার করা হয়েছে।

এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট কাজ করবে

মিড-রেঞ্জ আইকিউ স্মার্টফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ এতে OIS এবং EIS সাপোর্ট সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া। এর সাথে একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। 16MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও পাওয়া যাবে এই ফোনে।

পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সহ আসে। কোম্পানি স্মার্টফোনের বক্সের সাথে ফাস্ট চার্জার অফার করছে।

আরও পড়ুন: Upcoming Smartphone: হাতের ইশারায় চলবে আপকামিং Realme Narzo 70 Pro 5G, ভারতে এই দিন হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :