iQOO ভারতে তার একটি নতুন 5G Smartphone iQOO Z7 Pro লঞ্চ করেছে৷ লেটেস্ট iQOO Z7 Pro ফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে আনা হয়েছে। মিড-রেঞ্জ দামের এই ফোনে আপনি ভিসন ডিসপ্লে, 3D কার্ভড স্ক্রিন, OIS ক্যামেরা সহ 64 মেগাপিক্সেল এবং শক্তিশালী Dimensity 7200 প্রসেসর মতো অনেক ফিচার পাবেন। কোম্পানি দাবি করছে যে এই সেগামেন্টে এটি সবচেয়ে পাতলা এবং হালকা ডিভাইস।
iQoo এর লেটেস্ট Z7 সিরিজের স্মার্টফোনের ডিজাইনের উপর বেশি ফোকস করেছে কোম্পানি। মিড-রেঞ্জ প্রাইসে আসা স্মার্টফোনে দুর্দান্ত কিছু ফিচার অফার করা হয়েছে। কোম্পানি লেটেস্ট ফোনে 2 বছর পর্যন্ত Android আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত দাম এবং কী ফিচার পাওয়া যাবে এই ফোনে।
আইকিউ এর লেটেস্ট ফোন Z7 Pro 5G ফোনটি 23,999 টাকার শুরুর দামে কেনা যাবে, এই দামে আপনি ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। এছাড়া, ফোনের 256GB মডেলও বাজারে আনা হয়েছে যার দাম 24,999 টাকা রাখা হয়েছে।
iQOO Z7 Pro 5G ফোনের বিক্রি কথা বললে, 5 সেপ্টেম্বর দুপুর 12 টা থেকে এই ফোনটি Amazon এবং কোম্পানি অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে। কোম্পানি ফোনে লঞ্চ অফারও দিচ্ছে, এতে গ্রাহকরা SBI এবং HDFC কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া এতে এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত 2000 টাকার ছাড়ও থাকছে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামের সস্তা ফোন আনছে Oppo, থাকবে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্য়ামেরা
ডিসপ্লের কথা বললে, iQOO Z7 Pro 5G ফোনে 6.78-ইঞ্চি HD+ কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। ডিসপ্লের রেজোলিউশন হিসেবে থাকছে 2400 × 1080 পিক্সেল, 1300 নিটস পিক ব্রাইটনেস।
লেটেস্ট ফোনটি অক্টো-কোর MediaTek Dimensity 7200 চিপসেটে কাজ করবে, যা ARM মালি-G610 GPU এর সাথে পেয়ার করা।
iQOO Z7 Pro 5G ফোনটি দুটি RAM এবং স্টোরেজ অপশনে আসে
8GB + 128GB এবং 8GB + 256GB
ফটোগ্রাফির জন্য় ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এটি OIS সাপোর্ট সহ 64MP প্রাইমারি সেন্সর এবং 2MP বোকেহ লেন্স সহ আনা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।
iQOO Z7 Pro 5G ফোনে পাওয়ার দিতে 4,600mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনটি 22 মিনিটে 0 থেকে 50 শতাংশ চার্জ করে দেয় ফোন।
আরও পড়ুন: টেলিফটো ক্যামেরা সহ বাজারে আসবে Redmi K-Series এর প্রথম ফোন, লিক হল একাধিক ফিচার