IQOO Neo 7 Pro সদ্যই লঞ্চ হল দেশে। এবার এই কোম্পানির তরফে শীঘ্রই দেশে IQOO Z7 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। নিপুণ মার্যা IQOO India -এর সিইও Twitter -এ আপাতত এমনটাই ঘোষণা করেছেন।
শুধু ফোনটি যে দেশে শীঘ্রই আসছে সেটা নয়, তিনি এই ফোনের প্রথম ঝলকও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন। এই ফোনে কার্ভড এজ থাকবে। সঙ্গে ডিসপ্লের মাঝে পাঞ্চ হোল কাট আউট দেখা যাবে। যদিও কবে ফোনটি লঞ্চ হবে সেটা জানা যায়নি।
1. IQOO Z7 Pro ফোনটিতে ভীষণই পাতলা বেজেল থাকবে বলে জানা গিয়েছে। ফলে উন্নতমানের ভিউয়িং এক্সপিরিয়েন্স উপলব্ধ হবে এখানে।
2. এই ফোনের ডানদিকে থাকবে এটির পাওয়ার এবং ভলিউম রকার।
3. এই ফোনের ওয়ালপেপারে একাধিক রং আছে বলে মনে করা হচ্ছে এই ফোনটি একাধিক রঙে উপলব্ধ হবে।
4. এই ফোনের ফিচার বা স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আনা হয়নি কিন্তু এটির দেখা Geekbench প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Motoroa G14 India Launch: অগাস্টেই দেশে আসছে মটোরোলার ফোন, লঞ্চের আগে জানুন কোথা থেকে কেনা যাবে?
5. অনুমান করা হচ্ছে এই ফোনটি Qualcomm Snapdragon 782G প্রসেসরের সাহায্যে চলবে। ফলে একটা স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে বলেই অনুমান করা হচ্ছে। সঙ্গে 12 GB RAM থাকতে পারে।
6. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এটি।
7. আগামীতে এই ফোনের লঞ্চ দিন যত এগোবে তত এটির বিষয় আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
1. এই ফোনে 6.64 ইঞ্চির একটি Full HD IPS LCD ডিসপ্লে রয়েছে। এখানে 2388X1080 পিক্সেলের রেজোলিউশন এবং 480 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে। সঙ্গে 120 HZ রিফ্রেশ রেট এবং 240 HZ টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে এখানে। ফলে মোটের উপর এই ফোনে একটা দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স যে পাওয়া যাবে সেটা স্পষ্ট।
2. Qualcomm Snapdragon 782 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। Adreno GPU থাকবে এই ফোনে।
3. 8 এবং 12 GB RAM সহ 128 এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এখানে।
4. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে বলেই অনুমান করা হচ্ছে এই ফোনটি।
5. এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে এই ফোনে। LED ফ্ল্যাশের সুবিধাও থাকবে এখানে। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে।
6. সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে নিরাপত্তার জন্য।
7. কানেকটিভিটির জন্য এখানে ডুয়াল সিম, 5G, 4G LTE, WIFI, ব্লুটুথ, GPS USB টাইপ সি পোর্ট থাকবে এখানে।