IQOO -এর তরফে তাদের আগামী ফোন IQOO Z7 Pro শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এটি চলতি মাসেই দেশে লঞ্চ করতে চলেছে। 31 অগাস্টে ভারতে আসবে এই ফোন।
এই ফোনটি প্রথম গত মাসে টিজ করা হয়। যদিও এটির কোনও ফিচার প্রকাশ্যে আনা হয়নি। সদ্য টিপস্টার মুকুল শর্মা Twitter -এ জানিয়েছেন এই ফোনে MediaTek Dimensity 7200 প্রসেসর থাকবে। এটি মূলত Gen Z -এর কথা ভেবে আনা হচ্ছে।
IQOO -এর অফিসিয়াল পোস্টার থেকে জানা গিয়েছে এখানে পাঞ্চ হোল কাট আউট থাকবে সেলফি ক্যামেরার জন্য। পরশ নামক একজন টিপস্টার জানিয়েছেন IQOO Z7 Pro ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সাহায্যে।
এছাড়া এই ফোনে 6.78 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে বলেও জানা গিয়েছে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন এবং 120 HZ রিফ্রেশ রেট থাকবে উন্নতমানের ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে যাতে গ্রাহকরা নিশ্চিন্তে ছবি, ভিডিও সহ বিভিন্ন মিডিয়া স্টোর করে রাখতে পারেন। 8 GB RAM মডেল থাকবে আরও একটি।
IQOO -এর স্মার্টফোন মূলত পারফরমেন্সের ক্ষেত্রে সেরা হয়। এছাড়া এখানকার ক্যামেরা দুর্দান্ত হয়। সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে IQOO Z7 Pro ফোনটিতে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে। এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাও পাওয়া যাবে।
এখানে আরও একটু ক্যামেরা থাকবে 2 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 66W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600mah ব্যাটারি থাকবে বলেই অনুমান করা হচ্ছে। ফলে এই ফোনের ব্যাটারি বা চার্জিং স্পিড বেশ কম হবে।
এই ফোনের ফিচার দেখে অনুমান করা হচ্ছে এটির দাম 25,000 টাকার আশপাশে হবে। তবে টপ মডেলের দাম 30,000 টাকা মতো হলেও হতে পারে। IQOO Neo 7 Pro ফোনটি গত জুলাইয়ে লঞ্চ করেছে, IQOO Z7s মে মাসে লঞ্চ করেছে। এবার পালা IQOO Z7 Pro -এর।
ফলে এটা বেশ স্পষ্ট যে IQOO Z7s -এর তুলনায় এটা অনেকটা আপগ্রেড হয়ে আসবে। কী কী ছিল এই ফোনে দেখুন।
1. এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট এবং 360 Hz টাচ স্যাম্পলিং রেট সহ 6.38 ইঞ্চির একটি ছোট Full HD+ AMOLED ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লেতে 1300 নিটসের ব্রাইটনেস আছে।
2. IQOO Z7s ফোনটিতে পাঞ্চ হোল কাট আউট আছে যেখানে থাকে সেলফি ক্যামেরা।
3. 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে।
4. Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে 4500mAh ব্যাটারি আছে।