ভারতে আজ আসছে সবচেয়ে বড় 7300mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ দুটি নতুন iQOO স্মার্টফোন

ভারতে আজ আসছে সবচেয়ে বড় 7300mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ দুটি নতুন iQOO স্মার্টফোন

আইকিউ আজ তার Z Series এর দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজে iQOO Z10 5G এবং iQOO Z10x আজ আসবে। আইকু জি10 5জি এবং আইকু জি10এক্স 5জি আজ দুপুর 12টায় ভারতে আনা হবে। কোম্পানির দাবি যে আইকিউ জি10 5জি ফোনে ভারতের যেকোনো স্মার্টফোনে থেকে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হবে। পাশাপাশি, আইকিউ জি10এক্স এই সেগামেন্টের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হবে।

আইকিউ জি10 ফোনে 7300mAh এর ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া কোম্পানির দাবি যে ডিভাইসটি মাত্র 33 মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ জি10 5জি এবং আইকিউ জি10এক্স 5জি ফোনের ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন কী হবে।

আরও পড়ুন: Vivo V50e ভারেত লঞ্চের পরেই সস্তা হয় গেল 50MP সেলফি ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Vivo V40e 5G ফোন, জানুন নতুন দাম কত

iQOO Z10 5G এবং iQOO Z10x 5G ফোনের দাম কত হবে ভারতে

iQOO Z10 Launch Date Confirmed

ভারতে আইকু জি10 5জি ফোনের দাম 20,000 টাকার কম থেকে শুরু হবে। তবে আইকিউ জি10 5জি ফোনটি 21,999 টাকা দামে আসবে বলে জানা গেছিল। তবে এই ফোনটি 2000 টাকার ছাড়ে আসবে। পাশাপাশি, আইকিউ জি10এক্স 5জি ফোনের দাম 15000 টাকার কম হবে।

আইকিউ জি10 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ফিচারের কথা বললে, প্রসেসর হিসেবে Snapdragon 7s Gen চিপসেট দেওয়া হবে। এটি 122GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে। ফোনটি 90W ওয়্যারড ফ্ল্যাশচার্জ ফিচার সহ 7300mAh ব্যাটারি সহ আসবে। এছাড়া ডিসপ্লে হিসেবে আইকিউ জি10 ফোনে 120Hz কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে হবে যেখানে 5000 নিট পিক ব্রাইটনেস হবে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।

আইকিউ জি10এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

আইকিউ জি10এক্স 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনশন 7300 চিপসেট সহ 8GB RAM সহ পেয়ার করা। ফোনে 6500mAh ব্যাটারি সহ 44W ওয়্যারড ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সাপোর্ট করবে।

আরও পড়ুন: BSNL vs Vodafone idea: 180 দিনের ভ্যালিডিটি সহ দুটি রিচার্জ প্ল্যান, তবুও দামে অনেক পার্থক্য, জানুন কী মিলবে সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo