iQOO Z10 5G launched with 7300 mAh big battery and 24GB ram
ভারতে সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন iQOO Z10 5G আজ প্রথমবার বিক্রি করা হচ্ছে। কোম্পানি এই স্মার্টফোনে 2000 টাকার ডিসকাউন্ট অফার করছে। ছাড়ের সাথে আইকিউ জি10 5জি ফোনটি 20 হাজার টাকার কম দামে কেনা যাবে। লেটেস্ট আইকু জেড10 5জি ফোনের দাম এবং এতে পাওয়া ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইকু জেড10 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এই তিনটি ভ্যারিয়্যান্টে কোম্পানি 2000 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। ডিলের আওতায় 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে ছাড়ের পর এটি 19,999 টাকা দামে কেনা যাবে।
আরও পড়ুন: 200MP পেরিস্কোপ ক্যামেরা এবং 100W চার্জিং সহ আসবে নতুন Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোন
একইভাবে 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 23,999 টাকার বদলে 21,999 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 25,999 টাকার বদলে 23,999 টাকায় বিক্রি হচ্ছে।
বলে দি যে 2000 টাকার ছাড় ICICI এবং SBI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে পাওয়া যাবে। পাশাপাশি, শপিং সাইট Amazon থেকে এটি কেনা যাবে। 5জি ফোনটি Glacier Silver এবং Stellar Black কালার অপশনে কেনা যাবে।
পাওয়ার দিতে আইকু জেড10 5জি ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন, যা 7300mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি সিলিকন কার্বন এনোড টেকনোলজিতে তৈরি করা।
ডিসপ্লের কথা বললে, আইকিউ জেড10 5জি ফোনটি 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.77-ইঞ্চির FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে আইকিউ জেড10 5জি ফোনটি কোয়ালকম এর 4nm Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জেড10 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের রিয়ারে 50MP মেইন OIS সেন্সর দেওয়া। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।