বড় ব্যাটারি সহ স্মার্টফোনের চলন এখন বেড়ে গেছে। আইকিউ কোম্পানি ভারতে নতুন স্মার্টফোন 7300mAh বড় ব্যাটারি সহ iQOO Z10 5G লঞ্চ করেছে। এত বড় ব্যাটারি সহ আসা এটি ভারতে আসা প্রথম স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক আইকু জেড10 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
আইকু জেড10 ভারতের সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন, যা এই ফোনের বিশেষত্ব। এই 5জি ফোন 7300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, রয়েছে 8GB RAM
ফিচারের কথা বললে, আইকু জেড10 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ কর। আইকিউ ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 অপারেটিং সিস্টামে লঞ্চ হয়েছে। ডিসপ্লে হিসেবে আইকিউ ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে লঞ্চ করা হয়েছে। এটি AMOLED প্যানেলে তৈরি করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জেড10 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এই ফোনে 50MP মেইন OIS সেন্সর দেওয়া যার সাথে সেকেন্ডারি লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
দামের কথা বললে, আইকিউ জেড10 5জি ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনের 8GB+256GB স্টোরেজটি 23,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনের টপ মডেল 12GB+256GB স্টোরেজের দাম 25,999 টাকা রাখা হয়েছে।
নতুন আইকিউ জি10 5জি ফোনের বিক্রি 16 এপ্রিল থেকে শুরু হবে। এতে 2000 টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে।