আইকিউ চলতি বছরের শুরুতে তার পাওয়ারফুল 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo 9 Pro লঞ্চ করেছে। আইকিউ নিও 9 প্রো ফোনে আপাতত 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 50MP রিয়ার ক্যামেরা এবং 144Hz রিফ্রেশ রেট সহ একাধিক ফিচার রয়েছে। আসুন আইকিউ নিও 9 প্রো 5জি ফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Amazon সাইটে আইকিউ নিও 9 প্রো ফোনের 8GB+128GB মডেলটি অফারের সাথে 32,999 টাকায় কেনা যাবে। বলে দি যে ফোনে 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পরে এই ফোনটি মোট 3000 টাকা ছাড়ে কেনা যাবে। বলে দি যে আইকিউ ফোনের এই মডেলের আসল দাম 35,999 টাকা ছিল।
আরও পড়ুন: Airtel Annual Recharge Plan: এক বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! আনলিমিটেড কলিং এবং ডেটা পুরো বছর
নিও 9 প্রো ফোনের 8GB RAM+256GB মডেলটি অফারের সাথে 34,999 টাকায় কেনা যাবে। এটি 37,999 টাকায় বাজারে আনা হয়েছিল।
সবচেয়ে বড় মডেল 12GB+256GB মডেলটি 36,999 টাকায় কেনা যাবে। এটি লঞ্চের সময় 39,999 টাকায় এসেছিল।
শুধু তাই নয়, আইকিউ নিও 9 প্রো ফোনটি এক্সচেঞ্জ অফারে আরও সস্তায় কেনা যাবে।
ডিসপ্লে: আইকিউ নিও 9 প্রো 5জি ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ নিও 9 প্রো ফোনে OIS সহ 50MP Sony IMX920 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5160mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 25 হাজার টাকার কম দামে 55-inch Smart TV কেনার সুযোগ, দেখে নিন সেরা 3 মডেল