iQOO ভারতীয় বাজারে 22 ফেব্রুয়ারি iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে
এই ফোনটি ই-কমার্স সাইট Amazon এর ল্যান্ডিং পেজে দেখা গেছিল
নতুন খবরে আপকামিং আইকিউ ফোনের ডিসপ্লে ডিডাইন, রেজোলিউশন, রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস সহ অনেক কিছু জানা গিয়েছে
iQOO ভারতীয় বাজারে 22 ফেব্রুয়ারি iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি মিড-রেঞ্জে সেগামেন্টে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটি ই-কমার্স সাইট Amazon এর ল্যান্ডিং পেজে দেখা গেছিল। এই লিস্টিং থেকে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।
নতুন খবরে আপকামিং আইকিউ ফোনের ডিসপ্লে ডিডাইন, রেজোলিউশন, রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস সহ অনেক কিছু জানা গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ নিও 9 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।
আইকিউ ফোনটি 40,000 টাকা দামের মধ্যে আসতে পারে। নিও 9 প্রো ফোনটি 8 ফেব্রুয়ারি থেকে অ্যামাজন এবং iQOO ইন্ডিয়া ওয়েবসাইটে প্রি-বুকিং করা যাবে। আপকামিং ফোনটি দুটি কালার অপশনে আসবে- Fiery Red এবং Conqueror Black।
Neo 9 Pro ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
আইকিউ নিও 9 প্রো ফোনের ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল ডিজাইন সহ AMOLED LTPO থাকবে। এতে স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি এবং 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এর সাথে 144Hz রিফ্রেশ রেট এবং 300 নিট ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।
আইকিউ ফোনে Sony IMX920 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত সেলফি ক্যামেরা বিষয় জানায়নি। তবে আশা করা হচ্ছে যে এতে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হতে পারে।
আইকিউ ফোনটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ আসবে। ফোনে 8GB RAM+256GB এবং 12GB RAM+256GB স্টোরেজ অপশন অফার করা হবে। পাওয়ার দিতে এই ফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপকামিং স্মার্টফোনটি Android 14 এর উপর ভিত্তি করে FunTouch OS 14 সহ আসবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.