আইকিউ ভারতে নতুন স্মার্টফোন আইকিউ নিও 9 প্রো লঞ্চ করেছে
নতুন ফোনে ফ্ল্যাগশিপ ফিচার, Snapdragon 8 Gen 2 SoC, একটি 5160mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
আইকিউ নিও 9 প্রো ফোনের দাম 35,999 টাকা থেকে শুরু হচ্ছে
iQOO Neo 9 Pro Price in India: আইকিউ ভারতে নতুন স্মার্টফোন আইকিউ নিও 9 প্রো লঞ্চ করেছে। লেটেস্ট স্মার্টফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে। নতুন ফোনে ফ্ল্যাগশিপ ফিচারের মতো, AMOLED 144Hz ডিসপ্লে, Snapdragon 8 Gen 2 SoC, একটি 5160mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
বলে দি যে গত বছর ডিসেম্বর মাসে কোম্পানি চিনের বাজারে iQOO Neo 9 Series লঞ্চ করেছিল। ভ্যানিলা iQOO Neo 9 ফোনের ভারতীয় ভ্যারিয়্যান্ট হল আইকিউর নতুন নিও 9 প্রো। আসুন জেনে নেওয়া যাক আইকিউ এর নতুন ফোনে কী রয়েছে নতুন।
আইকিউ নিও 9 প্রো ফোনের দাম 35,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া ফোনের 8GB + 256GB স্টোরেজ মডেলও আনা হয়েছে। এই মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। ফোনের হাই-এন্ড মডেলটি 12GB + 256GB সহ আসে। এটি 39,999 টাকায় কেনা যাবে।
বিক্রির কথা বললে, আজ থেকে এই ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ 23 ফেবরুয়ারি থেকে ফোনের দুটি মডেল বিক্রি করা হবে। এতে 8GB + 256GB এবং 12GB + 256GB মডেলটি কেনা যাবে। তবে 8GB + 128GB মডেলটি 21 মার্চ থেকে বিক্রি করা হবে।
iQOO Neo 9 Pro ফোনে কী রয়েছে ফিচার এবং স্পেসিফিকেশন
নিও 9 ফোনে 6.78-ইঞ্চি 1.5K LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এতে রেজোলিউশন 2800×1260 পিক্সেল দেওয়া। ফোনে HDR10+, 3000 নিট ব্রাইটনেস এবং 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া।
পারফরম্যান্সের জন্য এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে।
আইকিউ নিও 9 ফোনে ক্যামেরা হিসেবে ডুয়াল সেন্সর পাওয়া যাবে। এতে OIS সাপোর্ট সহ প্রাইমারি সেন্সর 50-মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনে পাওয়ার দিতে 5160mAh ব্যাটারি এবং 120Hz ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
সফ্টওয়্যার ফ্রন্টে, এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 আউট-অফ-দ্য-বক্সের সাথে Funtouch OS 14 এ চলবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.