iQoo Neo 9 Pro India Launch: স্ন্যাপড্রাগন 8 জেন 2 সহ এই দিন ভারতে আসছে নতুন ফোন, জানুন কী থাকবে বিশেষ

iQoo Neo 9 Pro India Launch: স্ন্যাপড্রাগন 8 জেন 2 সহ এই দিন ভারতে আসছে নতুন ফোন, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

আইকিউ নিশ্চিত করেছে যে আগামী মাসে দেশে নতুন iQoo Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

আপকামিং স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হবে

Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে যে আইকিউ নিও 9 প্রো ফোনটি Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ আনা হবে

আইকিউ কোম্পানি ভারতে তার নতুন iQOO Neo-Series আনতে প্রস্তুত হচ্ছে। কোম্পানি নিশ্চিত করেছে যে আগামী মাসে দেশে নতুন iQoo Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি তার নতুন স্মার্টফোন লঞ্চের তারিখও প্রকাশ করে দিয়েছে। আপকামিং ফোনটি ভারতে 22 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে। আসুন আপকামিং স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro ভারতে কবে হবে লঞ্চ

কোম্পানি তার অফিসিয়াল X সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নতুন মোবাইল iQOO Neo 9 Pro-এর লঞ্চের তারিখ সম্পর্কে জানিয়েছে।

আরও পড়ুন: BSNL Plan: কম খরচে বেশি ভ্যালিডিটি এবং 40GB ডেটা, Airtel-Jio কে টেক্কা দিতে বাড়ল সুবিধা

আপকামিং স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হবে। লঞ্চের আগেই আপকামিং স্মার্টফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে ই-কমার্স সাইটে। এখানে ফোনের স্পেসিফিকেশন ডিটেলও রয়েছে।

Neo 9 Pro এর কত হবে দাম

বলে দি যে আইকিউ নিউ 9 প্রো চীনে 12GB RAM + 256GB ভ্যারিয়্যান্টের দাম CNY 2,999 (প্রায় 35,000 টাকা) রাখা হয়েছে। এই দামের সাথে গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে যে ভারতে এই স্মার্টফোন 40,000 টাকার কম দামে আসতে পারে।

iQoo নতুন সিরিজে স্পেসিফিকেশন

Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে যে আইকিউ নিও 9 প্রো ফোনটি Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ আনা হবে। তবে চীনে আনা মডেলে MediaTek Dimensity 9300 চিপসেট রয়েছে।

iQOO Neo 9 Pro
iQOO Neo 9 Pro

আপকামিং ফোনটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লের সাথে আসবে।

এটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB UFS 4.0 ইনবিল্ট স্টোরেজ অফার করবে।

ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX920 প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

এটি 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5160mAh ব্যাটারি সাপোর্ট করবে।

আরও পড়ুন: Amazon Great Republic Day Sale 2024: 57 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনুন সেরা Tablet, এর চেয়ে আর সস্তা কোথাও নেই!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo