iQOO Neo 9 Pro India Launch: 120W চার্জিং সাপোর্ট, 5160mAh ব্যাটারি সহ এই দিন ভারতে আসবে আইকিউর নতুন ফোন!

Updated on 05-Jan-2024
HIGHLIGHTS

আইকিউ কোম্পানি ভারতে এই সিরিজের iQOO Neo 9 Pro ফোন লঞ্চ করার ঘোষনা করেছে

কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ পোস্ট করেছে

লঞ্চের আগেই টিপস্টারের তরফে আপকামিং ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে

iQOO Neo 9 Serie চীনের বাজারে ডিসেম্বর মাসে আনা হয়েছে। এবার কোম্পানি ভারতে এই সিরিজের iQOO Neo 9 Pro ফোন লঞ্চ করার ঘোষনা করেছে। কোম্পানি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে জানিয়েছে। আপকামিং ফোনটি ভারতে ফেব্রুয়ারি মাসে আসতে পারে।

যদিও এই ফোনের আসতে এখনও কিছু সময় বাকি। তবে লঞ্চের আগেই টিপস্টারের তরফে আপকামিং ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত ডিটেল।

আরও পড়ুন: Reliance Jio New Plan: মাত্র 148 টাকার জিও প্ল্যানে একগুচ্ছ ডেটা সহ 12 OTT বিনামূল্যে!

কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ পোস্ট করেছে। পোস্টে আপকামিং স্মার্টফোনের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে -‘NEO’-এর শক্তি এবং ডিজাইনে আশ্চর্য হওয়ার জন্য প্রস্তুত হন।

কোম্পানিটি ক্যাপশন সহ আসন্ন স্মার্টফোনের একটি ছবি পোস্ট করেছে: ‘NEO’-এর শক্তি এবং ডিজাইনে বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত হন। সম্ভাবনাকে পুনরায় সংজ্ঞায়িত করতে বড় ড্রপ #comingsoon #iQOO #PowerToWin #StayTuned।

iQOO নিও 9 প্রো ফোনের ভারতীয় দাম কত হবে?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ, টিপস্টার যোগেশ বরার, আপকামিং আইকিউ নিও 9 প্রো এর দাম এবং স্পেক্স সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছে।

পোস্টে টিপস্টার জানিয়েছে যে 40,000 টাকার বাজেটে ভারতীয় বাজারে প্রবেশ করবে এই ফোন।

আরও পড়ুন: Vivo X100 Series: DSLR ক্যামেরা দিতে এসে গেল ভিভোর পাওয়ারফুল ফোন, জানুন দাম এবং ফিচার

আপকামিং ডিভাইসটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। এছাড়া পোস্টে ডিভাইসের ফিচার ডিটেলও শেয়ার করেছে।

iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন

আইকিউ নিউ 9 প্রো স্মার্টফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সহ আসতে পারে।

iQOO Neo 9 Pro India Price leaked

আইকিউ আপকামিং ফোনে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হবে।

ক্যামেরা ফিচারের কথা বললে, এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। তবে সেলফির জন্য এই স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে বলে জানা গেছে।

স্মার্টফোনে পাওয়ার দিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন: OnePlus 12 India Launch: ভারতে লঞ্চের আগেই Amazon সাইটে লাইভ হল ল্যান্ডিং পেজ, প্রকাশ হল স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :