IQOO Neo 8 সিরিজ লঞ্চ করে গেল চিনে। এই সিরিজে দুটো ফোন আছে, IQOO Neo 8 এবং IQOO Neo 8 Pro। এটি IQOO Neo 7 সিরিজের উত্তরসূরি।
এই নতুন সিরিজে লেদার ফিনিশ আছে। পাঞ্চ হোল কাট আউট আছে, আছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরাগুলো দুটো আলাদা গোলাকার রিংয়ে আছে।
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ফোনে। এই ফোনে AMOLED ডিসপ্লে আছে যেখানে 144 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে এই ফোন।
50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। V1+ চিপ থাকবে এই ফোনে যার সাহায্যে উন্নতমানের ছবি তোলা যাবে।
IQOO Neo 8 ফোনটির দাম RMB 2,499 রাখা হয়েছে অর্থাৎ ভারতীয় মূল্যে 29,400 টাকা। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ কেনা যাবে। RMB 2,799 বা ভারতীয় মূল্যে 32,900 টাকায় 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে এই ফোনের। আর RMB 3,099 বা 36,400 টাকার বিনিময়ে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে।
অন্যদিকে IQOO Neo 8 Pro ফোনটির 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল RMB 3,299 বা 38,800 টাকায় কেনা যাবে। আর 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম রাখা হয়েছে RMB 3,599 বা 42,300 টাকা। 31 মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
1. এই ফোনে 6.78 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে আছে যেখানে 144 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। 2800X1260 পিক্সেলের রেজোলিউশন সহ পাঞ্চ হোল কাট আউট আছে এখানে। 92.9% স্ক্রিন টু বডি রেশিও মিলবে এই ফোনে।
2. IQOO Neo 8 Pro ফোনে MediaTek Dimensity 9200+ প্রসেসর আছে আর ভ্যানিলা মডেলে আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর।
3. 16 GB পর্যন্ত RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে।
4. অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।
5. IQOO Neo 8 ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। আর IQOO Neo 8 Pro ফোনে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
6. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
আরও পড়ুন; বড় চমক! সব iPhone-এর মধ্যে iPhone 16 Pro Max-এ এযাবৎকালের সব থেকে বড় স্ক্রিন থাকতে পারে
7. ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে।
8. কানেকটিভিটির জন্য এই ফোনে 5g, 4g, WIFI, ব্লুটুথ, GPS, NFC, USB টাইপ সি পোর্ট পাবেন।