30,000 টাকার মধ্যে ফোন কেনার কথা ভাবছেন? ভারতে এখন এমন একাধিক ফোন আছে যেগুলো এই রেঞ্জের মধ্যে পড়ে যাবে। তার মধ্যে IQOO এর তরফে IQOO Neo 7 এই সপ্তাহেই লঞ্চ করা হয়েছে এই রেঞ্জের মধ্যে। ফলে ফোনগুলোর মধ্যে দারুন টক্কর বেঁধেছে। আপনিও যদি 30,000 টাকার মধ্যে মিড রেঞ্জের কোনও ফোন কিনতে চান, এবং IQOO Neo 7 বা Nothing Phone 1 -এর মধ্যে একটিকে বেছে নিতে চান তাহলে এই প্রতিবেদন থেকে দেখে নিন কোনটা সেরা আর কেন?
Nothing Phone 1 ফোনটির দাম দেশে শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। এই দামে এটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটি মিলবে। এছাড়া এর আরও দুটি ভ্যারিয়েন্ট আছে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 28,999 টাকা, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম 35,999 টাকা। অন্যদিকে IQOO Neo 7 ফোনটির দাম দেশে শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই দামে মিলবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 33,999 টাকা।
IQOO Neo 7 ফোনটিতে বড় ডিসপ্লে সহ পাতলা বেজেল আছে। সঙ্গে মোটা প্রোফাইল রয়েছে বড় ব্যাটারির জন্য। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে রিয়ার প্যানেলে সঙ্গে কোম্পানির লোগো। এটি সম্পূর্ণ ভাবে প্লাস্টিক দিয়ে তৈরি এবং ডুয়াল টোন ফিনিশ আছে। সঙ্গে আছে ভলিউম বাড়ানো কমানোর বাটন সহ পাওয়ার বাটন আছে ফোনের ডানদিকে। IR ব্লাস্টার আছে ফোনের উপরে। টাইপ সি চার্জার ব্যবহৃত হয় এখানে। সঙ্গে আছে সিম ট্রে এবং এবং মেন স্পিকার ভেন্ট। এগুলো সব ফোনের নিচে আছে। 3.5mm অডিও স্পিকার আছে এই ফোনে।
অন্যদিকে Nothing Phone 1 -কে দেখতে অনেকটাই iPhone- এর মতো। এটার রিয়ার প্যানেলে ট্রান্সপারেন্ট গ্লাস আছে যার দ্বারা ফোনটির ভিতরের সব যন্ত্রপাতি দেখা যায়। এছাড়া LED স্ট্রিপ কভার আছে এই ফোনে ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং কয়েক এবং ফোনের নিচে দিকে। Glyph বলা হচ্ছে কোম্পানির তরফে এটিকে।
IQOO Neo 7 ফোনটিতে আছে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ 100 HZ টাচ স্যাম্পলিং রেট এবং HDR 10+। অন্যদিকে Nothing Phone 1 -এ আছে 6.55 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে। এখানে 240 HZ টাচ স্যাম্পলিং রেট এবং 120 HZ রিফ্রেশ রেট, HDR 10+ আছে।
IQOO Neo 7 ফোনটিতে MediaTek Dimensity- এর নতুন 8200 প্রসেসর আছে। এখানে সঙ্গে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি গেমারদের জন্য ভীষণই আদর্শ হবে। অন্যদিকে Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাহায্যে চলে Nothing Phone 1। এই ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে থাকে। এখানে আছে সর্বোচ্চ 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। IQOO Neo 7 চলে অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে, অন্যদিকে Nothing Phone 1 চলে অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে। তবে এটি মার্চ মাসে অ্যান্ড্রয়েড 13 আপডেট পেয়ে যাবে বলেই শোনা যাচ্ছে।
IQOO Neo 7 ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। 64 মেগাপিক্সেলের সেন্সর আছে এই ফোনের রিয়ার প্যানেলে, সঙ্গে আছে 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশ মিলবে এই ফোনে। এছাড়া সেলফি তোলার জন্য এখানে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে Nothing Phone 1 ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় এখানে আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ আরও একটি 50 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর সেলফি তোলার জন্য।
IQOO Neo 7 ফোনটিতে আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ একটি 5000mAh ব্যাটারি। এটি 25 মিনিটে পুরো চার্জ হয়ে যেতে পারে। অন্যদিকে Nothing Phone 1- এ 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 45000mAh ব্যাটারি আছে। সঙ্গে এখানে 15W ওয়্যারলেস চার্জিং- এর সুবিধা মিলবে।