iQoo নিয়ে আসছে কম দামের ফ্ল্যাগশিপ ফোন, এই দিন হবে লঞ্চ, জানুন ফিচার

iQoo নিয়ে আসছে কম দামের ফ্ল্যাগশিপ ফোন, এই দিন হবে লঞ্চ, জানুন ফিচার
HIGHLIGHTS

iQOO Neo 7 স্মার্টফোনটি আইকিউও নিও 6 এর আপগ্রেড ভার্সন হবে

স্মার্টফোনে MediaTek Dimensity 9000+ প্রসেসর এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ পাওয়া যাবে

iQOO Neo 7 ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা Sony IMX 766V সেন্সর সহ আসবে

স্মার্টফোন ব্র্যান্ড iQoo তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQoo Neo 7 লঞ্চ করতে চলেছে। এই ফোন সবচেয়ে প্রথমে 20 20 অক্টোবর দেশীয় বাজারে চালু করা হবে। iQOO Neo 7 স্মার্টফোনটি আইকিউও নিও 6 এর আপগ্রেড ভার্সন হবে। কোম্পানি এই ফোনের টিজারও প্রকাশ করেছে, যেখানে ফোনটি অরেঞ্জ কালারে দেখা যাচ্ছে।

iQoo Neo 7 লঞ্চের আগেই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্যও পাওয়া গিয়েছে। স্মার্টফোনে MediaTek Dimensity 9000+ প্রসেসর এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ পাওয়া যাবে। কোম্পানি দাবি করেছে যে ফোনটি বেশ পাওয়ারফুল হবে এবং এর সাথে AnTuTu বেঞ্চমার্কে 10,80,717 পয়েন্টের স্কোর আসে।

iQoo Neo 7 ফোনে 6.78-ইঞ্চি FullHD Plus Samsung E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসবে। স্মার্টফোনে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইআর ব্লাস্টার এবং এনএফসিও সাপোর্ট পাওয়া যেতে পারে। ফোনের সাথে গেমিংয়ের জন্য লিকুইড কুলিং সিস্টেমও পাওয়া যাবে।

iQoo Neo7

iQoo Neo 7-এর ক্যামেরার কথা বললে, ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা Sony IMX 766V সেন্সর সহ আসবে। ফোনের সাথে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 12-মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো লেন্সও ফোনের সাথে পাওয়া যাবে।

এছাড়া, ফোনের সাথে বড় 5,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। যদিও কোম্পানি ফোনের দাম প্রকাশ করেনি, তবে আশা করা হচ্ছে এই ফোনটি iQOO Neo 6 এর দাম অর্থাৎ 25 থেকে 30 হাজারের দামে লঞ্চ হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo