iQOO Neo 7 Pro New Price: 4000 টাকা দাম কমল পাওয়ারফুল গেমিং ফোনের, Neo 9 Pro লঞ্চের আগেই ধামাকা!

Updated on 02-Feb-2024
HIGHLIGHTS

iQOO Neo 9 Pro ভারতে 22 ফেব্রুয়ারি লঞ্চ হবে

এই পাওয়ারফুল ফোনের বাজারে আসার আগেই এই সিরিজের iQOO Neo 7 Pro ফোনের দাম কমিয়ে দিয়েছে

আইকিউ নিও 7 প্রো ফোনটি কোম্পানির ওয়েবসাইটে লঞ্চ প্রাইসের তুলনায় 4000 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে

iQOO Neo 9 Pro ভারতে 22 ফেব্রুয়ারি লঞ্চ হবে। ফোনের লঞ্চ তারিখের ঘোষনার পাশাপাশি কোম্পানি আপকামিং ডিভাইসের ফোটো এবং একাধিক ফিচারও ঘোষনা করেছে। এই পাওয়ারফুল ফোনের বাজারে আসার আগেই এই সিরিজের iQOO Neo 7 Pro ফোনের দাম কমিয়ে দিয়েছে। আইকিউ নিও 7 প্রো ফোনটি কোম্পানির ওয়েবসাইটে লঞ্চ প্রাইসের তুলনায় 4000 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং ফিচারের বিষয়।

iQoo Neo 7 Pro নতুন দাম

আইকিউ নিউ 7 প্রো ফোনটি দুটি মডেলে বাজারে আনা হয়েছিল। ফোনের 8GB RAM+128GB স্টোরেজ অপশনটি 34,999 টাকায় আনা হয়ে। পাশাপাশি, 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছিল। তবে এখন ছাড়ের পর গ্রাহকরা 8GB RAM ভার্সনটি 30,999 টাকায় এবং 12GB ভার্সনটি 33,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Vivo phone Price Cut: একধাক্কায় 3000 টাকা সস্তা হল দুটি বাজেট ফোন, জানুন নতুন দাম কত

আইকিউ নিউ 7 প্রো ফোনটি দুটি মডেলে বাজারে আনা হয়েছিল

শুধু তাই নয়, গ্রাহকরা ICICI কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।

আইকিউ Neo 7 Pro স্পেসিফিকেশন

আইকিউর এই ফোনটি 6.78 ইঞ্চি FullHD+ সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন AMOLED প্যানেল দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে।

প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এটি Adreno 730 GPU সাপোর্ট সহ আসে।

প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট রয়েছে

নিও 7 প্রো ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP সেন্সর দেওয়া।

পাওয়ার দিতে, এই ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। এই শক্তিশালী ব্যাটারি ফাস্ট চার্জ করতে 120W প্রযুক্তিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Google Pixel 7a Price Discount: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে গুগল ফোন, কোথায় পাবেন এই অফার জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :