IQOO -এর তরফে তাদের আগামী ফোন IQOO Neo 7 Pro 5G কবে লঞ্চ করা হবে সেটার দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়েছে। এই ফোনটি দেশে আগামী 4 জুলাই লঞ্চ করতে চলেছে। এই কোম্পানির তরফে ফোনটির একাধিক ফিচারের টিজার প্রকাশ্যে আনা হয়েছে।
এই ফোনে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে। এছাড়া tipster মুকুল শর্মা সম্প্রতি এই ফোন বেঞ্চমার্কে কেমন পারফর্ম করল সেটাও প্রকাশ্যে এনেছে।
যে IQOO Neo 7 Pro ফোনটি ভারতে আসছে সেটা Antutu বেঞ্চমার্কে কত নম্বর পেয়েছে সেটাই এই tipster প্রকাশ্যে এনেছে। এই লিস্টিং থেকে জানা গিয়েছে ফোনটি এখানে 1,316,514 স্কোর করেছে। এই নম্বর থেকে বোঝা যাচ্ছে এই ফোনটির প্রাপ্ত নম্বর অনুযায়ী এটা প্রয়োজনের থেকে ভালই পারফর্ম করবে।
দারুন গেমিং এক্সপিরিয়েন্স মিলবে এই ফোনে। এই ফোনের থার্মাল ভীষণ ব্যালেন্সড, কারণ স্ট্রেস টেস্টের সময় CPU তাপমাত্রা সর্বোচ্চ 38.2 ডিগ্রি উঠেছিল। গুজব অনুযায়ী সত্যিই যদি এই ফোনের দাম 40,000 টাকার কম হয় তাহলে মিড রেঞ্জে আরও একটি ফাটাফাটি গেমিং ফোন পেতে চলেছেন গ্রাহকরা।
আরও পড়ুন: JioPhone 5G Leaked Images: জিওর 5G ফোনের প্রথম ছবি ফাঁস অনলাইনে, দাম 10,000-এর মধ্যেই?
1. এটি আদতে iQOO Neo 7 Racing Edition -এর রিব্র্যান্ডেড ভার্সন।
2. এখানে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
3. গ্রাহকরা এখানে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে। এখানে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
4. গ্রাহকরা এই ফোনটি দুটো রঙে কিনতে পারবেন। এই রং দুটি হল পপ অরেঞ্জ এবং ইন্টারস্টেলার ব্ল্যাক।
5. এই ফোনে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে।
প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর থাকবে।
6. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
7. আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।