IQOO -এর তরফে তাদের Neo সিরিজে একটি নতুন ফোন যোগ করা হল। এই নতুন ফোনটির নাম IQOO Neo 7 Pro। ভারতের বাজারে এই ফোনটি সদ্য লঞ্চ হয়েছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ। এটির দাম 34,999 টাকা।
এই মিড রেঞ্জের এই দামের বিভাগে এটিই একমাত্র ফোন যেখানে গ্রাহকরা পাবেন Snapdragon 8+ Gen 1 প্রসেসর। সঙ্গে একটি গেমিং চিপ আছে। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এই হবে।
6.78 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে পাবেন এই ফোনে যেখানে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এখানে সর্বোচ্চ 1300 নিটসের ব্রাইটনেস পাবেন।
তবে এই ফোনকে বাজারে টেক্কা দেওয়ার মতো কিন্তু একাধিক ফোন রয়েছে। কী কী? দেখে নিন ঝটপট!
এই ফোনে গ্রাহকরা পাবেন 144 HZ রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির একটি Full HD+ POLED ডিসপ্লে। এখানে সর্বোচ্চ 1200 নিটসের ব্রাইটনেস পাবেন। MediaTek Dimensity 8020 5G প্রসেসরের সাহায্যে চলবে এটি।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ এখানে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 32 মেগাপিক্সেল একটি সেন্সর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 29,999 টাকা।
এই ফোনের ভালো দিক হল দারুন ডিজাইন এবং ভাল ডিসপ্লে। এখানে IP 68 রেটিং আছে। খারাপ বিষয় হল অতিরিক্ত গরম হয়ে যায় এটি।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এখানে। Snapdragon 8+ Gen 1 -এর সাহায্যে চলে এই ফোন। 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর এই ফোনে। এই ফোনের দাম শুরু হচ্ছে 39,999 টাকা দিয়ে, যেখানে আপনি 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পাবেন।
এই ফোনের সুবিধা হল এর দুর্দান্ত পারফরমেন্স এবং প্রাইমারি ক্যামেরা কোয়ালিটি। অন্যদিকে এই ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা অত ভাল নয়।
এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 36,999 টাকায়। এখানে পাবেন অ্যান্ড্রয়েড 13। দুটো 12 এবং একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
25W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। Exynos 2100 -এর সাহায্যে চলে এই ফোন। 6.4 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পাবেন যেখানে 120 HZ রিফ্রেশ রেট রয়েছে।
এটির ভাল দিক হল এর ডিসপ্লে এবং ডিজাইন। একই সঙ্গে বাহবা পাওয়ার জন্য এর ক্লিন UI। তবে এই ফোন অত দ্রুত নয়। হেডফোন জ্যাক নেই।
6.1 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। 60 Hz রিফ্রেশ রেট পাবেন। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4410 mAh ব্যাটারি আছে এখানে।
12.2 এবং 12 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 27,999 টাকায়।
এই ফোনের ভাল দিক হল এর ক্লিন UI এবং ডিসপ্লে। তবে চার্জিং স্পিড বলুন বা রিফ্রেশ রেট ভাল নয়।
এটিও একটি দুর্দান্ত মিড রেঞ্জের ফোন যেখানে গ্রাহকরা পাবেন Snapdragon 7+ Gen 2 প্রসেসর। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে।
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 29,999 টাকার বিনিময়ে।
এই ফোনের ভাল জিনিস হল এর ফাটাফাটি ডিসপ্লে এবং স্টিরিও স্পিকার। তবে সমস্যাজনক হল এর Bloatware।
এখানে 6.8 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5160 mAh ব্যাটারি আছে এই ফোনে।
অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 36,999 টাকা।
এই ফোনের ভাল দিক হল এখানে গোরিলা গ্লাস ভিকটাসের সুবিধা আছে, এর ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। তবে অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যেই চলে এখনও এই ফোন।