IQOO -এর নতুন ফোন আগামী মাসেই ভারতে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটির নাম হল IQOO Neo 7 5G। জানা যাচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি এই ফোনটি দেশে লঞ্চ করবে। এই ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ করে গিয়েছে। এবার কোম্পানির তরফে ভারতে এই ফোন লঞ্চের দিন ঘোষণা করা হল। তবে শোনা যাচ্ছে চিনের মডেলের থেকে ভারতীয় মডেল বেশ কিছুটা আলাদা হবে। একই সঙ্গে জানা গিয়েছে যে IQOO Neo 7 SE ফোনটিও IQOO Neo 7 5G ফোনের সঙ্গে দেশে লঞ্চ করবে। IQOO Neo 7 SE ফোনটিও চিনের বাজারে উপলব্ধ আছে।
Geekbench লিস্টিংয়ে এই ফোন দুটির দেখা মিলেছে। জানা গিয়েছে Neo SE স্মার্টফোনের মতোই এখানে ফিচার মিলবে। এছাড়া আরও একটি তথ্য উঠে এসেছে এই ফোন সম্পর্কে। সেখানে বলা হয়েছে Neo 7 SE এবং Neo 7 ফোন দুটিতে একই প্রসেসর থাকবে। এবার দেখে নেওয়া যাক এই ফোন দুটির ফিচার সম্পর্কে কী কী জানা গিয়েছে।
IQOO Neo 7 SE ফোনটির মতোই IQOO Neo 7 ফোনটিতে ফিচার থাকবে। তাই মনে করা হচ্ছে এই ফোনে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। 120 HZ রিফ্রেশ রেট মিলবে এই ফোনের ডিসপ্লেতে। 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে সেখানে। MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোনটি। এটি একটি 5G প্রসেসর।
120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ এখানে 5000mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে এই ফোনে। কোম্পানির তরফে এখানে একটি ফাস্ট চার্জার দেওয়া হবে। তবে আজকাল Apple এবং Samsung -এর ফোনের সঙ্গে কিন্তু চার্জার মেলে না। সেটা মনে রাখতে হবে। কিন্তু IQOO এখনও ফোনের সঙ্গে চার্জার দেয়। আর কোম্পানির তরফে জানানো হয়েছে এই চার্জারের সাহায্যে মাত্র 10 মিনিটেই 60% ব্যাটারি চার্জ হয়ে যাবে।
এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন দুর্দান্ত মানের ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। মিড রেঞ্জের এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 65 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে থাকবে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর। এবার এই ফোনে 8 মেগাপিক্সেলের সেন্সর রাখা হয়নি রিয়ার ক্যামেরায়, তার বদলে 2 মেগাপিক্সেলের সেন্সর রাখা হয়েছে। ফলে মান খানিকটা কমবে যে ছবির সেটা বলা যায়। অন্যদিকে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। আগামী দিনে যত এই ফোনের লঞ্চের দিন এগোবে তত ফিচার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলেই মনে করা হচ্ছে। আর যেহেতু এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন সেহেতু আশা করা হচ্ছে এটির দাম 30,000 টাকার মধ্যেই থাকবে।