iQOO এর ধামাকা! 30 হাজার টাকার কম দামে আনছে 6400mAh ব্যাটারি স্মার্টফোন, জানুন আর কী ফিচার থাকবে

Updated on 28-Jan-2025
HIGHLIGHTS

iQOO Neo 10R এই বছর ভারতে নতুন স্মার্টফোন হিসেবে এন্ট্রি নেবে বলে জানা গেছে

আইকিউ নিও 10আর ফোনটি ফেবরুয়ারির শেষে বা মার্চে লঞ্চ করা যেতে পারে

আপকামিং ফোনের টিজারে নিশ্চিত করেছে যে আইকিউ নিও 10আর ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ আসবে

iQOO Neo 10R এই বছর ভারতে নতুন স্মার্টফোন হিসেবে এন্ট্রি নেবে বলে জানা গেছে। স্মার্টফোনের টিজার কোম্পানি প্রকাশ করেছে। টিজার থেকে আপকামিং আইকিউ নিও 10আর ফোনে একাধিক তথ্য জানা গেছে। টিজার থেকে নিশ্চিত হওয়া গেছে যে আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ নিও 10আর ফোনে কী বিশেষ থাকবে।

কবে লঞ্চ হবে iQOO Neo 10R ফোনটি

অনুমান করা হচ্ছে যে আইকিউ নিও 10আর ফোনটি ফেবরুয়ারির শেষে বা মার্চে লঞ্চ করা যেতে পারে। আইকিউ ইন্ডিয়া এর সিইও নিপুন মার্য়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ আইকিউ নিও 10আর ফোনের লঞ্চের বিষয় জানিয়েছে।

আরও পড়ুন: Snapdragon 8 Elite প্রসেসর সহ নতুন Realme GT ফোনে 6000 টাকার দেদার ছাড়, এমন ডিল শুনে সবাই অবাক

আইকিউ ইন্ডিয়ার CEO নিপুন মার্য়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ টুইট করে লিখেছে ‘দ্য গেম চেঞ্জার ইজ হিয়ার’।

আইকিউ নিও 10আর ফোনের টিজার

আপকামিং ফোনের টিজারে নিশ্চিত করেছে যে আইকিউ নিও 10আর ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ আসবে। এছাড়া কোম্পানি তার আপকামিং ফোনটিকে ‘সেগামেন্টের সবচেয়ে দ্রুত স্মার্টফোন’ বলে দাবি করছে। আইকিউ নিও 10আর ফোনটি 30,000 টাকার সেগামেন্টে এন্ট্রি নিতে পারে।

টিজারে ফোনের ডিজাইনও প্রকাশ করা হয়েছে, যেখানে ডুয়াল-টোন ব্যাক এবং বেগুনি রঙের মিশ্রণ দেখানো হয়েছে। সিস্টেমকেও হাইলাইট করা হয়েছে এই টিজারে, যেখানে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে যা সম্ভবত একটি ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড কনফিগারেশন সহ সেটআপ করা।

রিপোর্টে বলা হয়েছে যে প্রাইমারি ক্যামেরা 50MP Sony IMX600 সেন্সর হতে পারে, যেখানে আল্ট্রা-ওয়াইড শ্যুটারটিতে একটি 8MP সেন্সর থাকতে পারে।

আইকিউ নিও 10আর ফোনে স্পেসিফিকেশন কী থাকবে

এতে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনে 8GB RAM এবং 12GB স্টোরেজ দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার দিতে আইকিউ ফোনে 6400mAh ব্যাটারি হতে পারে। সাথে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি Android 15 OS ভিত্তিক কাজ করবে।

আরও পড়ুন: 4 মার্চ ভারতে লঞ্চ হবে Nothing এর নতুন ফোন, ট্রান্সপেরেন্ট ডিজাইন সহ আর কী থাকবে ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :