29 নভেম্বর আসছে iQOO Neo 10 সিরিজ, 6100mAh ব্যাটারি সহ আর কী থাকবে ফিচার, লঞ্চের আগে ফাঁস
iQOO নিশ্চিত করেছে যে তার আপকামিং মিড রেঞ্জ Neo 10 Series চীনে 29 নভেম্বর লঞ্চ করবে
আইকিউ নিও 10 সিরিজের আওতায় দুটি ফোন আনা হবে নিও10 এবং নিও10 প্রো
আইকিউ নিও10 প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনশন 9400 প্রসেসর সহ আসবে
iQOO নিশ্চিত করেছে যে তার আপকামিং মিড রেঞ্জ iQOO Neo 10 Series চীনে 29 নভেম্বর লঞ্চ করবে। কোম্পানি তার আপকামিং আইকিউ নিও 10 সিরিজ ফোনের প্রসেসর, কালার অপশন, ডিসপ্লে এবং অন্যান্য ডিটেল লঞ্চের আগে প্রকাশ করে দিয়েছে। আইকিউ নিও 10 সিরিজের আওতায় দুটি ফোন আনা হবে নিও10 এবং নিও10 প্রো। দুটি ফোনই গীকবেঞ্চ সাইটে স্পট করা হয়েছে।
iQOO Neo 10 সিরিজ কবে হবে লঞ্চ
আইকিউ নিও 10 সিরিজ চীনে 29 নভেম্বর বিকেল 4 নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী 1.30 টায়) লঞ্চ হবে। এই সিরিজের প্রি-অর্ডার আগেই শুরু হয়েছে। ফোনটি প্রি অর্ডার করা গ্রাহকরা ব্লুটুথ স্পিকার, তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি, কাস্টমাইড টেম্পার্ড ফিল্ম, ট্রেড-ইন বোনাস মতো গিফ্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর, একটি রিচার্জ চলবে 3 সিম
iQOO Neo10 Series is set to launch in China on November 29, 2024.
— Oneily Gadget (@OneilyGadget) November 19, 2024
Models:
– iQOO Neo10
– iQOO Neo10 Pro
Key specifications:
– MediaTek Dimensity 9400 chipset
– iQOO Q2 chip
– 7.99mm thick
– 199g weight
Color variants:
– Rally Orange
– Shadow Black
– Shining White pic.twitter.com/b0xO9J2xRN
আইকিউ নিও 10 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে
আইকিউ নিও এর প্রোডাক্ট মেনেজার Neo_Beta সম্প্রতি প্রকাশ করেছে যে দুটি ফোন এক্সকলুসিভ ফুল ব্রাইটনেস হাই ফ্রিকোয়েন্সি সহ 8T LTPO স্ক্রিনে তৈরি হবে। এই ফোন Android 15 OS এবং প্রায় 16GB RAM সহ আসবে। আইকিউ নিও10 প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনশন 9400 প্রসেসর সহ আসবে। গেমিং চিপ হিসেবে এতে Q2 ব্যবহার করা হবে।
নিও10 ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি গ্রে এবং অরেঞ্জ ডুয়াল টোন কালার অপশনে দেখা যাচ্ছে। মোবাইলের টিজারে পাতলা বেজেল সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং সামনের দিকে পঞ্চ হোল কটআউট থকাবে।
এছাড়া ভিভো পোস্টে আরেকটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে আইকিউ নিও 10 সিরিজ শ্যাডো ব্ল্যাক, অরেঞ্জ এবং চী গুওাং ওয়াইট রঙে পাওয়া যাবে। আগের রিপোর্ট থেকে জানা গেছিল যে ফোনের ব্যাটারি 6100mAh এর হবে এবং এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনের সুরক্ষার জন্য এতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করবে।
আরও পড়ুন: Jio vs BSNL: 70 দিনের ভ্যালিডিটি সহ জিও নাকি বিএসএনএল, কার রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile