iQOO 3 5G ফোনের প্রথম ফ্ল্যাশ সেল

iQOO 3 5G ফোনের প্রথম ফ্ল্যাশ সেল
HIGHLIGHTS

এই ফোনটি 4G,5G দুটি ভেরিয়েন্টে এসেছে

ফোনটি 12টার সময়ে কেনা যাবে

ফোনে আছে কোয়াড রেয়ার‍ ক্যামেরা

ভারতে সবে গত সপ্তাহে দু দুটি 5G ফোন লঞ্চ হয়েছে। আর এর মধ্যে থেকে ভারতের প্রথম 5G ফোনের প্রথম সেলও হয়ে গেছে। আর আজকে ভারতে লঞ্চ হওয়া 5G ফোন iQOO 3 র প্রথম ফ্ল্যাশ সেল হবে। এই ফোনটি আপনারা আজকে দুপুর 12 টার সময়ে কিনতে পারবেন। এই ফোনটি ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে।

iQOO 3 5G ফোনটি ভারতে 4G ভেরিয়েন্টেও লঞ্চ হয়েছে। এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 প্রসেসার।

iQOO 3 5G ফোনের দাম

ভারতে এই ফোনটি 36,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর এই দামে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যাবে,। ফোনটির 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 44,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আছে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 39,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা টর্নেডো ব্ল্যাক, ভলক্যানো অরেঞ্জ, আর কোয়ান্টাম সিলভার কালারে পাওয়া যাবে।

iQOO 3 5G ফোনের স্পেক্স আর ফিচার্স

এই ফোনে আছে 6.44 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865। ফোনে আছে তিনটি ভেরিয়েন্ট 8GB, 12GB র‍্যামের সঙ্গে 128GB, 25GB ভেরিয়েন্ট। এর 5G ভেরিয়েন্টি আপনারা 12GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টে পাবেন।

এই iQOO 5G ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 12MP র ক্যামেরা দুটি আর একটি 2MP র ক্যামেরা দিচ্ছে। ফোনের পাঞ্চ হোল ডিসপ্লেতে আছে 16MP র ক্যামেরা। আর ফোনে আপনারা পাবেন 4440mAh য়ের ব্যাটারি যা 55W সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo