iQOO 13 ভারতে আগামীকাল 3 ডিসেম্বর লঞ্চ হতে প্রস্তুত
অনুমান করা হচ্ছে যে আইকিউ 13 ভারতে 60 হাজার টাকার কম দামে আসতে পারে
আপকামিং আইকিউ 13 ফোনটি ভারতে কোয়ালকম এর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর Snapdragon 8 Elite সহ আসবে
iQOO 13 ভারতে লঞ্চ হতে প্রস্তুত। আপকামিং আইকিউ 13 ফোনটি ভারতে কোয়ালকম এর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর Snapdragon 8 Elite সহ আসবে। আপকামিং আইকিউ ফোনটি 16 জিবি পর্যন্ত RAM সহ পেয়ার করা হবে। মনে করিয়ে দি য়ে একই প্রসেসর সহ ভারতে এখন পর্যন্ত Realme GT 7 Pro চিপসেট সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 13 ফোনটি কখন এবং কবে লঞ্চ হবে।
iQOO 13 ভারতে কবে এবং কখন হবে লঞ্চ
আইকিউ কোম্পানির তরফে 3 ডিসেম্বর ভারতে একটি ইভেন্টে এই ফোনটি লঞ্চ করা হবে। আইকিউ ফোনটি ভারতে দুপুর 12 টায় আসবে। আপকামিং ফোনের লঞ্চ ইভেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ কোম্পানির ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে। এছাড়া অনলাইন শপিং সাইট Amazon এ আপকামিং আইকিউ 13 ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে।
আইকিউ 13 এর বিশেষত্ব হল যে এটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হবে। একই প্রসেসর সহ সম্প্রতি ভারতে Realme GT 7 Pro ফোনটি ভারতে আনা হয়েছে। এই ফোনের ভারতীয় দাম 59,999 টাকা থেকে শুরু হয়। অনুমান করা হচ্ছে যে আইকিউ 13 ভারতে 60 হাজার টাকার কম দামে আসতে পারে। পাশাপাশি, ফোনের টপ মডেলটি 65 হাজার থেকে 70 হাজার পর্যন্ত হতে পারে।
প্রসেসর: পারফরম্যান্স ক্ষেত্রে আইকিউ 13 ফোনটি 3nm ফ্রেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Elite এ চলবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এতে 50MP Sony IMX921 OIS মেইন সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6000mAh ব্যাটারি থাকতে পারে। এটি সিলিকন এনোড প্রযুক্তিতে তৈরি হবে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 120Hz ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.