iQOO 13 স্মার্টফোন চীনে লঞ্চ করা হয়েছে। কোম্পানি ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে। নতুন আইকিউ 13 ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 13 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
আইকিউ 13 ফোনের 12GB+256GB মডেলের এর দাম 3999 Yuan (প্রায় 47,190 টাকা) রাখা হয়েছে। ফোনের 16GB+256GB মডেলটি 4299 Yuan (প্রায় 50,730 টাকা) কেনা যাবে।
আরও পড়ুন: BSNL এর ঝড়ে উরে যাবে Jio, Airtel, Vodafone, 400 টাকার কম খরচে 150 দিনের ভ্যালিডিটি
ফোনের 12GB+512GB মডেলটির দাম 4499 ইউয়ান (প্রায় 53,090 টাকা)। 16GB + 512GB মডেলটির দাম 4699 ইউয়ান (প্রায় 55,450 টাকা)। 16GB + 1TB মডেলটির দাম 5199 ইউয়ান (প্রায় 61,350 টাকা) রাখা হয়েছে।
নতুন আইকিউ 13 ফোনের বিক্রি শুরু হয়েছে চীনে। সবুজ রঙের মডেলটি 11 নভেম্বর থেকে পাওয়া যাবে।
ডিসপ্লের কথা বললে, আইকিউ 13 ফোনে 6.82 ইঞ্চি 2K BOE Q10 FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 8T LTPO 2.0 OLED ডিসপ্লে, 1800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর হিসেবে আইকিউ 13 ফোনে কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট অফার করা হয়েছে। দাবি করা হয় যে এই চিপসেটটি AnTuTu বেঞ্চমার্কে 3 মিলিয়ন স্কোর করেছে। কোম্পানি এতে Q2 গেমিং চিপও ইনস্টল করেছে। এর সাহায্যে 144FPS-এ গেমিং করা যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, যা OIS সাপোর্ট করে। ফোনের সাথে একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যা একটি Samsung সেন্সর। তৃতীয় ক্যামেরা হিসাবে ফোনে একটি 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে ফোনে 6150mAh ব্যাটারি রয়েছে, যা 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যান্য ফিচারের কথা বললে, ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোনে 9000 টাকার বেশি ছাড়, জানুন নতুন দাম কত