লঞ্চের আগেই ফাঁস, Amazon থেকে হবে সবচেয়ে পাওয়ারফুল iQOO 13 ফোনের বিক্রি
iQOO 13 স্মার্টফোন আগামীকাল 30 অক্টোবর চীনে লঞ্চ করা হবে
এটি Qualcomm Snapdragon 8 elite চিপসেট সহ আসা প্রথম স্মার্টফোন হতে চলেছে
আইকিউ 13 ভারতে কোম্পানির ওয়েবসাইট এবং অ্যামাজন এর মাধ্যমে বিক্রি হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি
iQOO 13 স্মার্টফোন আগামীকাল 30 অক্টোবর চীনে লঞ্চ করা হবে। এটি Qualcomm Snapdragon 8 elite চিপসেট সহ আসা প্রথম স্মার্টফোন হতে চলেছে। আপকামিং আইকিউ 13 ফোনটি ভারতীয় বাজারেও শীঘ্রই লঞ্চ করা হবে। তবে এখনও ভারতীয় লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েনি। কিন্তু কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং আইকিউ 13 ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে কেনা যাবে।
আইকিউ 13 ফোনের রিয়ার ক্যামেরা আইসল্যান্ডের চারপাশে একটি ডায়নামিক লাইটিং দেওয়া থাকবে। আইকিউ 13 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে চলবে এবং 2K রেজোলিউশন সহ BOE এর Q10 8T LTPO OLED ডিসপ্লে সাপোর্ট করবে।
আরও পড়ুন: 10 হাজার টাকার কমে নতুন POCO স্মার্টফোন লঞ্চ, 5000mAh ব্যাটারি এবং 256 জিবি স্টোরেজ রয়েছে
iQOO 13 ফোনে থাকবে Halo Light ফিচার
Introducing the Halo light, a new dimension in smartphone design in the new #iQOO13. The rear floating light provides dynamic lighting effects tailored to specific game scenarios for a more immersive gaming atmosphere.
— iQOO India (@IqooInd) October 28, 2024
Know More – https://t.co/GPMG9s70Kw
Launching exclusively… pic.twitter.com/nfe1cOogBS
একটি টুইটার পোস্টে, আইকিউ 13 এর ভারতে বিক্রি সম্পর্কে এবং নতুন Halo Light ফিচারের ঘোষণা করেছে কোম্পানি। এটি কোম্পানির ভারতীয় ওয়েবসাইট এবং অ্যামাজন এর মাধ্যমে বিক্রি হবে বলে নিশ্চিত করেছে আইকিউ। ব্র্যান্ডের তরফ থেকে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে আপকামিং আইকিউ 13 ফোনের রিয়ার ডিজাইন সহ একটি টিজার পোস্ট করা হয়েছে।
টিজার পোস্ট থেকে জানা গেছে যে ক্যামেরা আইসল্যান্ডের চারপাশে হেলো লাইট দেওয়া হবে যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ডাইনামিক লাইটিং ইফেক্ট অফার করবে।
এছাড়া, অ্যামাজন সাইটে আপকামিং আইকিউ 13 ফোনের একটি ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। অ্যামাজন লিস্টিং থেকে জানা গেছে যে আপকামিং আইকিউ 13 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে চলবে।
আইকিউ 13 ফোনে স্পেসিফিকেশন কী থাকবে
ফিচারের কথা বললে, আইকিউ 13 ফোনটি চীনে 30 অক্টোবর লঞ্চ করা হবে। কোম্পানির তরফে লঞ্চের আগেই আইকিউ ফোনের মেইন স্পেসিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে। আইকিউ 13 ফোনের লঞ্চ ইভেন্ট বিকেল 4 শুরু হবে চীনে।
আপকামিং ফোনটি কালো, সবুজ, গ্রীন এবং সাদা রঙের বিকল্পে আসবে। পাওয়ার দিতে আইকিউ 13 ফোনটি 6150mAh ব্যাটারি সহ আসবে যা 120Hz ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
গেমিংয়ের জন্য আইকিউ 13 ফোনে কোম্পানির নিজের গেমিং চিপ Q2 দেওয়া হবে। এটি চিনের বাজারে OriginOS 5 এর সাথে আসবে বলে জানা গেছে।
আরও পড়ুন: 13000 টাকা ছাড়ে বিক্রি Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile