iQOO 13 ভারতে শীঘ্রই হতে পারে লঞ্চ, 50MP ট্রিপল ক্যামেরা সহ থাকবে আর কোন ফিচার

Updated on 07-Oct-2024
HIGHLIGHTS

কোম্পানি আরেকটি প্রিমিয়াম স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। আইকিউ এখন iQOO 13 স্মার্টফোনে কাজ করছে

আইকিউ 13 লঞ্চের আগেই IMEI ডেটা বেসে লিস্ট করা হয়েছে

খবর অনুযায়ী, আপকামিং আইকিউ ফোনটি 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর এর মাঝামাঝি লঞ্চ হতে পারে

স্মার্টফোন কোম্পানি iQOO গত বছর তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12 স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি আরেকটি প্রিমিয়াম স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। আইকিউ এখন iQOO 13 স্মার্টফোনে কাজ করছে। লিক অনুযায়ী আপকামিং আইকিউ ফোনটি প্রিমিয়াম ফিচার সহ আসবে।

কোম্পানির তরফে এখন পর্যন্ত আইকিউ 13 ফোন সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে আপকামিং ফোনটি সম্পর্কে একগুচ্ছ লিক ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আইকিউ 13 লঞ্চের আগেই IMEI ডেটা বেসে লিস্ট করা হয়েছে। আশা করা হচ্ছে যে এটি শীঘ্রই স্মার্টফোন বাজারে এন্ট্রি করতে পারে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং 8GB RAM সহ Vivo আনছে 5G স্মার্টফোন, লঞ্চের আগে দাম ফাঁস

আইকিউ 13 ফোনের একটি লেটেস্ট লিক রিপোর্ট আপকামিং ডিভাইসের একটি বড় আপডেট পাওয়া গেছে। খবর অনুযায়ী, আপকামিং আইকিউ ফোনটি 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর এর মাঝামাঝি লঞ্চ হতে পারে। লিক অনুযায়ী, আপকামিং স্মার্টফোন একটি স্লিক ডিজাইন সহ ভারতে আসতে পারে।

iQOO 13 ফোনে স্পেসিফিকেশন কী থাকতে পারে

ডিসপ্লের কথা বললে, আইকিউ 13 ফোনে 6.78-ইঞ্চির 2K রেজোলিউশন ডিসপ্লে থাকতে পারে। এটি 144hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আপকামিং আইকিউ ফোনে 16 জিবি পর্যন্ত RAM এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

হাই-স্পিড পারফরম্যান্সের জন্য এতে Snapdragon 8 Gen 4 প্রসেসর দেওয়া যেতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে 50MP+50MP+50MP সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে।

পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6150mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Jio Vs BSNL Annual Plan: এক বছরের ভ্যালিডিটি সহ কার রিচার্জ প্ল্যান সস্তা, দেখে নিন তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :