iQOO 13 চীনে লঞ্চ করার পরে, কোম্পানি এখন এটিকে অন্যান্য বাজারেও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আইকিউ ভারতে এই ফোনের লঞ্চিং নিশ্চিত করে দিয়েছে। এটি Amazon সাইট থেকে লঞ্চ করা হবে। ই-কমার্স সাইটে এই ফোনের মাইক্রোসাইটটিকেও লাইভ করা হয়েছে। টিজার পেজে আপকামিং আইকিউ 13 ফোনের কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ভারতীয় ভ্যারিয়্যান্টে কী থাকবে বিশেষ।
আইকিউ 13 ফোনটি ভারতে ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে ঘোষণা করা হয়েছে। ফোনটি ভারতে অ্যামাজন সাইটে টিজ করা হয়েছে। এছাড়া আইকিউ ইন্ডিয়া তার X (টুইটার) অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ফোনের টিজার ভারতে প্রকাশ করেছে। কোম্পানি এই ফোনের জন্য BMW Motorsport এর সাথে হাত মিলিয়েছে। আপকামিং আইকিউ 13 ফোনটি লেজেন্ড এডিশন মনিকর এর সাথে অফার করা হবে।
আপকামিং ফোনটি তিনটি কালার অপশনে আনা হবে যা পোস্টরে প্রকাশ করা হয়েছে। কোম্পানির দাবি যে এই ডিভাইস পারফরম্যান্স এবং কন্ট্রোল এর ক্ষেত্রে একটি পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে।
কোম্পানির তরফে এখনও তার আপকামিং আইকিউ 13 ফোনের লঞ্চ তারিখের ঘোষণা করা হয়েনি। এখন পর্যন্ত আসা লিক অনুযায়ী, এটি ডিসেম্বর মাসের শুরুর দিকে ভারতে আসতে পারে।
অ্যামাজন লিস্টিং থেকে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে কোম্পানি। ভারতে ফোনটি Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ করা হবে। এতে Q2 সুপারগেমিং চিপ হবে যা 144fps পর্যন্ত গেম ফ্রেম সাপোর্ট করবে।
এছাড়া ফোনের ডিসপ্লে 2K রেজোলিউশন সহ আসবে। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া এতে 6.82-ইঞ্চি BOE ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হবে। ফোনটি 4500 নিট পিক ব্রাইটনেসে কাজ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে 50MP মেইন সেন্সর সহ ট্রিপল লেন্স সেটআপ দেওয়া। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি Android 15 ভিত্তিক FunTouch OS 15 অপারেটিং সিস্টামে কাজ করে।