iQOO 13 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানির তরফে একটি পোস্টে জানানো হয়েছে যে ভারতে আইকিউ 13 ফোনটি 3 ডিসেম্বর (3rd December) লঞ্চ করা হবে। লঞ্চ তারিখের ঘোষণার পাশাপাশি কোম্পানি জানিয়েছে যে আপকামিং আইকিউ ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক কোন স্পেসিফিকেশন এবং ফিচার সহ আসবে আপকামিং আইকিউ 13 ফোন।
3 ডিসেম্বর আইকিউ ইন্ডিয়া একটি ইভেন্টের আয়োজন করেছে। কোম্পানি এই ইভেন্টে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকিউ 13 লঞ্চ করবে। আপাতত লঞ্চের সময় জানানো হয়েনি। আপকামিং ফোনের লঞ্চ কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে।
বলে দি যে আইকিউ 13 ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে। অ্যামাজন সাইটে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে।
ডিসপ্লে: আইকিউ 13 ফোনে 6.82-ইঞ্চির 2K FullHD+ ডিসপ্লে থাকবে। এটি BOE 8T LTPO 2.0 স্ক্রিন হবে যা OLED Q10 প্যানেলে তৈরি করা হবে। এছাড়া এতে 144Hz রিফ্রেশ রেট, 1800 নিট ব্রাইটনেস এবং 2592Hz PWM ডিমিং সাপোর্ট দেওয়া।
প্রসেসর: যেমনটি আমরা আগেই জানিয়েছি যে আপকামিং আইকিউ ফোনে পারফরম্যান্স জন্য Snapdragon 8 Elite দেওয়া হয়েছে। বলে দি যে এই একই প্রসেসরে OnePlus 13, Xiaomi 15 এবং Realme GT 7 Pro ফোনও কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের পিছনে 50MP Sony IMX921 OIS মেইন সেন্সর দেওয়া। যার সাথে 50MP Samsung S5KJN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 50MP Sony IMX816 টেলিফটো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6150mAh এর বড় ব্যাটারি সাপোর্ট থাকবে যা silicon anode প্রযুক্তিতে কাজ করবে।
দামের কথা বললে, এখন পর্যন্ত ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে চীনে আইকিউ 13 ফোনটি ভারতীয় দাম অনুযায়ী 47,200 টাকার শুরুর দামে আনা হয়েছে।
আরও পড়ুন: Jio এর একটি প্ল্যানে জব্দ হল Airtel-BSNL, 84 দিন পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা-কলিং সঙ্গে ফ্রি OTT