iQOO 12 India Launch: ভারতে আগামীকাল লঞ্চ হবে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আইকিউ ১২, জানুন দাম এবং স্পেসিফিকেশন
iQOO আগামীকাল তার বহু প্রতীক্ষিত স্মার্টফোন iQOO 12 5G ভারতে লঞ্চ করতে চলেছে
এটি ভারতের প্রথম এমন স্মার্টফোন হবে যা Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে এন্ট্রি নিতে চলেছে
অ্যামাজন এর লিস্টিং থেকে জানা গিয়েছে যে আইকিউ 12 5G ফোনটি 52,999 টাকার সাথে আসবে
iQOO আগামীকাল তার বহু প্রতীক্ষিত স্মার্টফোন iQOO 12 5G ভারতে লঞ্চ করতে চলেছে। এটি ভারতের প্রথম এমন স্মার্টফোন হবে যা Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে এন্ট্রি নিতে চলেছে। লঞ্চের আগেই এই স্মার্টফোনের অনেক ফিচার প্রকাশ হয়েছে।
বলে দি যে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ এই ফোন ভারতের আগে চীনে লঞ্চ করা হয়েছে। আসুন শীঘ্রই আইকিউ 12 5G স্মার্টফোনের ফিচার এক নজরে দেখে নেওয়া যাক।
iQOO 12 5G ফোনের কেমন হবে পারফরম্যান্স
কোম্পানি দাবি করেছে যে আইকিউ 12 5G স্মার্টফোনটি 30 শতাংশ ভাল CPU পারফরম্যান্স সহ আনা হচ্ছে। শুধু তাই নয়, আইকিউ 12 5G ফোনটি 20 শতাংশ দুর্দান্ত GPU পারফরম্যান্স সহ এন্ট্রি করবে।
Dominate the gaming arena with the relentless power of 6K Largest Vapor Chamber Cooling System in the new #iQOO12! Stay tuned for the exclusive launch on @amazonIN and https://t.co/7tsZtgCLEX 📆
— iQOO India (@IqooInd) December 11, 2023
Know More: https://t.co/0rC6Ys3iQ3#iQOO12 #AmazonSpecials #BeTheGOAT pic.twitter.com/iRvelGRRPK
iQOO 12 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
আইকিউ 12 5G স্মার্টফোন সুপার কম্পিউটিং চিপ সহ আনা হচ্ছে। এই ফোনটি গেমারদের জন্য একটি শক্তিশালী হ্যান্ডসেটও হবে। ফোনটি 900P আল্ট্রা হাই ডেফিনেশন এবং 720 হাই ইমেজ কোয়ালিটি সহ আনা হবে। ফোনকে গরম হওয়ার থেকে রুখতে আইকউ 12 5G ফোনকে 6K লার্জেস্ট ভ্যাপার কুলিং সিস্টেম নিয়ে আসা হচ্ছে।
আইকিউ 12 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি 144hz LTPO AMOLED ডিসপ্লে সহ আনা হচ্ছে। ফোনে 3000nits পিক ব্রাইটনেস দেওয়া হবে।
Guess what's the highest AnTuTu score of the latest iQOO 12 5G, and 2 lucky winners will get a chance to win APay balance worth an epic amount of ₹50,000!#AmazonSpecials #iQOO125GOnAmazonSpecials #ContestAlert #ContestsOnTwitter pic.twitter.com/0rM5WOzQUV
— Amazon India (@amazonIN) December 11, 2023
আরও পড়ুন: Asus ROG Phone 8: আপকামিং গেমিং ফোনের টিজার এল সামনে, 24GB RAM সহ থাকবে দুর্দান্ত ফিচার
কোম্পানির দাবি অনুযায়ী আইকিউ 12 5G ফোন 50 মেগাপিক্সেল+50+64 সেন্সর সহ ভারতের প্রথম ফ্ল্যাগশিপ ফোন হবে। ফোনে প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের। এছাড়াও ফোনে 64 মেগাপিক্সেল 3X পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে আসা হচ্ছে।
পাওয়ার দিতে আইকিউ 12 5G ফোনটি 5000mAh ফাস্ট পারফরম্যান্স গ্রেফাইট ব্যাটারি সহ আসবে। ফোনে 120W Flash চার্জ সহ আনা হবে।
কত দামে আসবে আপকামিং ফোন
অ্যামাজন এর লিস্টিং থেকে জানা গিয়েছে যে আইকিউ 12 5G ফোনটি 52,999 টাকার সাথে আসবে। এই দামে ফোনের 12GB RAM/256GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 16GB RAM/512GB স্টোরেজ মডেল 57,999 টাকায় বিক্রি করা হবে।
আইকিউ 12 5G ফোন কবে হবে লঞ্চ
আইকিউ 12 5G স্মার্টফোন আগামীকাল 12 ডিসেম্বর বিকেল 5টায় লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 84 দিন পর্যন্ত প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 5G ডেটা পাবেন Jio প্ল্যানে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile