iQOO 12 এই বছরের শেষে অর্থাৎ নভেম্বরের শেষে বা ডিসেম্বরে লঞ্চ হতে পারে
আপকামিং আইকিউ ডিভাইসটি ভারতে কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন হতে পারে
আইকিউ তার আপকামিং ফোনটি 16 জিবি বা 24 জিবি RAM এর সাথে চালু করতে পারে
iQOO 12 ফোনটি ভারতীয় বাজারে আগামী মাসে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। চিনা কোম্পানি তার আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম এর পরবর্তী জেনারেশন Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করবে। এই প্রসেসরটি আগামী দিনে চিপমেকরের বার্ষিক Snapdragon Summit 2023 তে চালু করা যেতে পারে।
আইকিউ কোম্পানির আপকামিং ইভেন্টের আগেই আইকিউ 12 ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন অনলাইনে লিক হয়ে গিয়েছে। বলে দি যে চলতি বছরের শুরুতেই কোম্পানি iQOO 11 ফোনটি ভারতে লঞ্চ করেছিল এবং একই বছরে পরবর্তী জেনারেশনের iQOO ফোন আনতে চলেছে।
লিক অনুযায়ী, আইকিউ 12 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসতে পারে।
বিভিন্ন লিক রিপোর্টে বলা হয়েছে যে, আইকিউ তার আপকামিং ফোনটি 16 জিবি বা 24 জিবি RAM এর সাথে চালু করতে পারে। স্টোরেজ হিসেবে ফোনে 256 জিবি এবং 512 জিবি বা 1টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া যেতে পারে।
iQOO 12 ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট E7 AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 2K রেজোলিউশন সাপোর্ট পেতে পারে।
ক্যামেরার কথা বললে, আপকামিং ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করতে পারে। এতে 50MP OV50H সেন্সর সহ 50MP ISOCELL JN1 আল্ট্রাওয়াইড লেন্স এবং OIS সহ একটি 64MP 3x টেলিফটো জুম শুটার দেওয়া যেতে পারে।
ব্যাটারির ক্ষেত্রে ফোনটি 5000mAh ব্যাটারি সহ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.