iQOO 12 সিরিজ সম্প্রতি চীনের বাজারে লঞ্চ করেছে। এখন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতীয় বাজারে আসতে চলেছে, যা 12 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে ব্র্যান্ডটি iQOO 12-এর ভারতীয় ভ্যারিয়্যান্ট সম্পর্কে তথ্য শেয়ার করেছে। আসুন আইকিউ 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইকিউ ইন্ডিয়ার এর তরফে সম্প্রতি X প্ল্যাটফর্ম একটি পোস্ট অনুযায়ী, আইকিউ 12 ভারতে Android 14 এর উপর ভিত্তি করে Funtouch OS 14 সহ লঞ্চ হবে। বলে দি যে Google Pixel 8 সিরিজের ছাড় অন্য কোনও ডিভাইস ভারতে লঞ্চ করা হয়নি। টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি দুটি কালার অপশন ব্ল্যাক এবং লিজেন্ড এডিশন (হোয়াইট) দুটি ভারতে আসবে।
আরও পড়ুন: Red Magic 9 Pro Series: 24GB RAM এবং Snapdragon 8 Gen 3 সহ দুটি নতুন গেমিং ফোন লঞ্চ, জানুন দাম কত
আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1260 x 2800 পিক্সেল দেওয়া। এতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আনা হবে। এই স্মার্টফোনে 12GB RAM/256GB স্টোরেজ, 16GB RAM/512GB এবং 16GB RAM/1TB স্টোরেজ বিকল্প রয়েছে।
ক্যামেরা সেটআপ এর বিষয় কথা বললে, iQOO 12 এর রিয়ারে একটি 50-মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ফোনে পাওয়ার দিতে একটি বড় 5000mAh এর ব্যাটারি থাকবে যা 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি Android 14 এর উপর ভিত্তি করে OriginOS 4 কাস্টম ইউজার ইন্টারফেসে কাজ করে।
আরও পড়ুন: Samsung Galaxy F14 5G ফোনের দাম কমল, এবার জলের দরে কিনুন 6000mAh ব্যাটারির ফোন