iQOO 12 ভারতে লেটেস্ট Android 14 এর সাথে হবে লঞ্চ, জানুন ভারতে কবে আসছে
iQOO 12 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে 12 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে
আইকিউ 12 ভারতে Android 14 এর উপর ভিত্তি করে Funtouch OS 14 সহ লঞ্চ হবে
টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি দুটি কালার অপশন ব্ল্যাক এবং লিজেন্ড এডিশন (হোয়াইট) দুটি ভারতে আসবে
iQOO 12 সিরিজ সম্প্রতি চীনের বাজারে লঞ্চ করেছে। এখন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতীয় বাজারে আসতে চলেছে, যা 12 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে ব্র্যান্ডটি iQOO 12-এর ভারতীয় ভ্যারিয়্যান্ট সম্পর্কে তথ্য শেয়ার করেছে। আসুন আইকিউ 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইকিউ ইন্ডিয়ার এর তরফে সম্প্রতি X প্ল্যাটফর্ম একটি পোস্ট অনুযায়ী, আইকিউ 12 ভারতে Android 14 এর উপর ভিত্তি করে Funtouch OS 14 সহ লঞ্চ হবে। বলে দি যে Google Pixel 8 সিরিজের ছাড় অন্য কোনও ডিভাইস ভারতে লঞ্চ করা হয়নি। টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি দুটি কালার অপশন ব্ল্যাক এবং লিজেন্ড এডিশন (হোয়াইট) দুটি ভারতে আসবে।
Your phone, your style! 😉
— iQOO India (@IqooInd) November 24, 2023
Unlock a world of personalization with the all-new #FuntouchOS14 based on #Android14 in the new #iQOO12 Lock Screen Customization 🎨📱✨
Know More: https://t.co/0rC6Ys3iQ3 #FuntouchOS14 #Android14 #iQOO12 #AmazonSpecials pic.twitter.com/QEWV9VD8EM
আরও পড়ুন: Red Magic 9 Pro Series: 24GB RAM এবং Snapdragon 8 Gen 3 সহ দুটি নতুন গেমিং ফোন লঞ্চ, জানুন দাম কত
iQOO 12 এর ফিচার এবং স্পেসিফিকেশন
আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1260 x 2800 পিক্সেল দেওয়া। এতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আনা হবে। এই স্মার্টফোনে 12GB RAM/256GB স্টোরেজ, 16GB RAM/512GB এবং 16GB RAM/1TB স্টোরেজ বিকল্প রয়েছে।
ক্যামেরা সেটআপ এর বিষয় কথা বললে, iQOO 12 এর রিয়ারে একটি 50-মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ফোনে পাওয়ার দিতে একটি বড় 5000mAh এর ব্যাটারি থাকবে যা 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি Android 14 এর উপর ভিত্তি করে OriginOS 4 কাস্টম ইউজার ইন্টারফেসে কাজ করে।
আরও পড়ুন: Samsung Galaxy F14 5G ফোনের দাম কমল, এবার জলের দরে কিনুন 6000mAh ব্যাটারির ফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile