iQOO ভারতীয় বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন iQOO 12 5G লঞ্চ করে দিয়েছে। আইকিউ 12 দেশের প্রথম ফোন যা Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আনা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে লেটেস্ট ফোনে পারফরম্যান্স এবং গেমিংয়ের ক্ষেত্রেও বড় আপগ্রেড সহ বাজারে এন্ট্রি নিয়েছে।
আইকিউ 12 ফোনে LTPO AMOLED ডিসপ্লে, 512GB পর্যন্ত স্টোরেজ, Android 14 OS, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি বড় 5000mAh ব্যাটারির মতো ফিচার অফার করা হয়েছে। আসুন ফোনের সমস্ত ডিটেল দাম এবং ফিচার জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: Prepaid Plans: 200 টাকার কমে 3 সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে 34GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং
দামের কথা বললে, আইকিউ 12 ফোনটি ভারতে 52,999 টাকায় বিক্রি হবে। এই দামে ফোনের 12GB + 256GB ভার্সন কেনা যাবে। এছাড়া ফোনের 16GB + 512GB মডেলের দাম 57,999 টাকা রাখা হয়েছে।
লঞ্চ অফারের আওতায় কোম্পানি তার লেটেস্ট ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। তবে এই অফারটি পেতে গ্রাহকদের ICICI কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া গ্রাহকরা অতিরিক্ত 5000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন।
নতুন ফোনটি দুটি কালার অপশনে আনা হয়েছে- সাদা এবং কালো। দেশে ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে।
ফোনের বিক্রি 14 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল দুপুর 12 থেকে শুরু হবে।
ডিসপ্লের কতা বললে, আইকিউইউ 12 ফোনে 6.78-ইঞ্চি 1.5k LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 2800 × 1260 দেওয়া। এছাড়া 20.9 এসপেক্ট রেশিও, HDR10+, 144Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং 1400 পর্যন্ত নিট ব্রাইটনেস, 3000 নিটস পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং একটি পাঞ্চ-হোল কাটআউট পাওয়া যাবে।
হ্যান্ডসেটটি Adreno GPU-এর সাথে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 SoC প্রসেসরে কাজ করে।
ফোনের চিপসেট 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।
অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 14 -এ কাজ করে।
ফটোগ্রাফির জন্য ফোনে OIS, এবং LED ফ্ল্যাশ সহ একটি 50MP Omnivision OV50H প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল Samsung JN1 সেন্সর এবং 3x অপটিকাল জুম এবং 100 ডিজিটাল জুম সহ 64MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে একটি 16MP স্ন্যাপার রয়েছে।
iQOO 12 কে পাওয়ার দিতে, এতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে ফোনটি 27 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ করা যেতে পারে।
আরও পড়ুন: Upcoming Smartphones this week: এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন লিস্ট