12 ডিসেম্বর ভারতে আসছে iQOO 12 5G, লঞ্চের আগেই Amazon-এ লাইভ হল মাইক্রোসাইট

Updated on 15-Nov-2023
HIGHLIGHTS

iQOO গত সপ্তাহে বাজারে iQOO 12 5G Series নিয়ে হাজির হয়েছিল

আইকিউ 12 সিরিজের বেস মডেলটি ভারতে 12 ডিসেম্বর লঞ্চ হবে

আপকামিং ফোনের বিক্রি ভারতে ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে

চাইনিজ কোম্পানি iQOO গত সপ্তাহে বাজারে iQOO 12 5G Series নিয়ে হাজির হয়েছিল। এই সিরিজের আওতায় iQOO 12 5G এবং iQoo 12 Pro 5G আনা হয়েছে। এই সিরিজের বেস মডেলটি ভারতে 12 ডিসেম্বর লঞ্চ হবে। আপকামিং ফোনের বিক্রি ভারতে ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে।

iQOO 12 5G ভারতে কত দামে আসবে

আইকিউ 12 5G ফোনের 12GB+256GB মডেলের দাম CNY 3,999 (প্রায় 45,000 টাকা) রাখা হয়েছে। এছাড়া, 16GB+512GB ভ্যারিয়্যান্টের দাম CNY 4,299 (প্রায় 50,000 টাকা) এবং 16GB + 1TB ভ্যারিয়্যান্টের দাম CNY 4,699 (প্রায় 53,000 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Burning Way, Legend Edition এবং Track Version রঙে কেনা যাবে।

iQoo 12 5G

আরও পড়ুন: Prepaid Plan: 6 মাসের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা Vi প্রিপেইড প্ল্যান, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ অফার

iQOO 12 5G ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K (1260×2800 পিক্সেল) এবং 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে৷ ফোনে প্রসেসর হিসেবে Adreno 750 GPU সহ অক্টাকোর 4nm Snapdragon 8 Gen 3 SoC রয়েছে। এটি Android 14 ভিত্তিক OriginOS 4-এ চলে।

আইকিউ 12 5G ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ একটি 50-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

iQOO 12 5G

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আরও পড়ুন: WhatsApp New Feature: আর কেউ দেখতে পারবে না আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট! এসে গেল দুর্দান্ত ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :