16GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ iQOO 12 5G Series লঞ্চ, দাম জেনে নিন কত?

16GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ iQOO 12 5G Series লঞ্চ, দাম জেনে নিন কত?
HIGHLIGHTS

iQOO তার ফ্ল্যাগশিপ iQOO 12 5G Series অবশেষে চিনের বাজারে লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট ফোনটি বাজারে আসার আগে থেকেই অনলাইনে বেশ চর্চায় রয়েছে। এই সিরিজের আওতায় iQOO 12 5G এবং iQOO 12 Pro 5G ফোন আনা হয়েছে। বলে দি যে এই দুটি মডেল কোম্পানির iQOO 11 এবং iQOO 11 Pro এর আপগ্রেডের ভার্সন হিসেবে আনা হয়েছে।

আইকিউ লেটেস্ট ফোনটি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আনা হয়েছে। এর আগে এই প্রসেসর আমরা Xiaomi 14 ফোনে দেখতে পেয়েছিলাম। আইকিউ 12 প্রো এই সিরিজের প্রিমিয়াম ভ্যারিয়্যান্ট, যা বড় ডিসপ্লে এবং হাই-ওয়াটার রেসিস্টেন্ট এর মতো ফিচার অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A05s ফোনের নতুন ভ্যারিয়্যান্ট, দাম 13 হাজার টাকার কম

iQOO 12 5G Series ফোনের দাম

আইকিউ 12 ফোনটি তিনটি স্টোরেজে আনা হয়েছে-

iQOO 12 5G Series price
iQOO 12 5G Series ফোনের দাম
  • 12GB RAM + 256GB স্টোরেজ – 3999 ইউয়ান (প্রায় 45,700 টাকা)
  • 16GB RAM + 512GB – 4299 ইউয়ান (49,930 টাকা)
  • 16GB RAM + 1TB – 4699 ইউয়ান (54,500 টাকা)

iQOO 12 Pro 5G ফোনের দাম

আইকিউ 12 প্রো তিনটি স্টোরেজ অপশনে কেনা যাবে।

  • 16GB RAM + 256GB – 4,999 ইউয়ান (57,100 টাকা)
  • 16GB RAM+ 512GB – 5499 ইউয়ান (62,800 টাকা)
  • 16GB RAM + 1TB – 5999 ইউয়ান (68,500 টাকা)

আরও পড়ুন: ধামাকা অফার! বিনামূল্যে পাবেন BSNL 4G SIM, কোনো খরচ ছাড়াই মিলবে 4GB হাই-স্পিড ডেটা

iQOO 12 এবং iQOO 12 Pro 5G স্পেসিফিকেশন এবং ফিচার

আইকিউ 12 ফোনে একটি 6.74 ইঞ্চি ফ্ল্যাট AMOLED 1.5K রেজোলিউশন ডিসপ্লে রয়েছে। পাশাপাশি, iQOO 12 Pro ফোনে 2K রেজোলিউশন সাপোর্ট সহ একটি 6.7 ইঞ্চি কার্ভড AMOLED স্ক্রিন থাকবে।

iQOO 12 5G Series specification
iQOO 12 এবং iQOO 12 Pro স্পেসিফিকেশন এবং ফিচার

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য iQOO ফোনের দুটি মডেলে কোয়ালকম এর শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট অফার করা হয়েছে।

ক্যামেরা হিসেবে দুটি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি 64 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ লেন্স রয়েছে যা 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, দুটি মডেলেই 16 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে।

ব্যাটারি সম্পর্কে কথা বললে, iQoo 12 ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যেখানে 120W ওয়্যারড চার্জ সাপোর্ট রয়েছে, যেখানে iQoo 12 Pro ফোনে 120W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জ সাপোর্ট সহ 5100mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Poco X6 Pro শীঘ্রই ভারতে করবে এন্ট্রি, 16GB RAM সহ থাকবে আর কোন ফিচার? জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo