নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হওয়ার আগে সস্তা হল iQOO 12 ফোন, জানুন নতুন দাম কত

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হওয়ার আগে সস্তা হল iQOO 12 ফোন, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

নতুন আইকিউ 13 ফোন আসার আগেই iQOO 12 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি

আইকিউ 12 ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি আগে 59,999 টাকায় ভারতে আনা হয়েছিল

আইকিউ 12 কোয়ালকম এর Snapdragon 8 Gen 3 চিপসেট এবং দুর্দান্ত গেমিংয়ের জন্য আইকিউ এর Q1 চিপ সহ আসে

iQOO 13 ফোনটি ভারতে শীঘ্র্রই লঞ্চ করা হবে। তবে নতুন আইকিউ 13 ফোন আসার আগেই iQOO 12 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। এই ফোনটি 7000 টাকা কম দামে কেনার সুযোগ রয়ছে। এছাড়া থাকছে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার। আসুন আইকিউ 12 ফোনের নতুন দাম কত এবং ফিচার কী জেনে নেওয়া যাক।

iQOO 12 ফোনের নতুন দাম কত

আইকিউ 12 ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি আগে 59,999 টাকায় ভারতে আনা হয়েছিল। তবে এখন এটি মাত্র 52,999 টাকা দামে ই-কমার্স Amazon সাইটে বিক্রি হচ্ছে। যার মানে ফোনটি 7,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: গ্লোবাল বাজারে এই দিন আসবে Vivo X200 series, লঞ্চের আগে রেন্ডার, স্পেসিফিকেশন ফাঁস

এছাড়া কোম্পানি HDFC Bank কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। ছাড়ের পর ফোনটি 49,999 টাকায় কেনা যাবে। এছাড়া কোম্পানি আপনার পুরনো ফোনে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।

iQOO 12 5G Smartphone price drop

আইকিউ 12 5জি ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: এতে 6.78-ইঞ্চি কোয়াড HD LTPO AMOLED স্ক্রিন দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং লো লাইট ডিমিংয়ের জন্য 2160Hz PWM সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Gen 3 চিপসেট এবং দুর্দান্ত গেমিংয়ের জন্য আইকিউ এর Q1 চিপ সহ আসে। এতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ পেয়ার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 64MP এর টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 16MP ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা চার্জিং করতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: UPI Without Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই সহজ ব্যবহার করুন ইউপিআই লেনদেন, জানুন কীভাবে করবে কাজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo