আইকিউ কোম্পানি গতকাল 3 ডিসেম্বর ভারতে iQOO 13 লঞ্চ করে দিয়েছে। তবে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসার সাথেই কোম্পানি তার গত বছরের iQOO 12 ফোনের দাম কমিয়ে দিয়েছে। স্মার্টফোনের সাথে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলও দেওয়া হচ্ছে। বলে দি যে আইকিউ 12 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় আইকিউ 12 ফোনটি কেনা যাবে।
আইকিউ 12 ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের আসল দাম 59,999 টাকা ছিল। তবে অনলাইনে এই ফোনটি কোম্পানি সাইট এবং Amazon সাইটে কম টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন লঞ্চ হবে Vivo X200 সিরিজ, জানুন আর কী থাকবে বিশেষ
Amazon সাইটে এই ফোনটি 7000 টাকা সস্তায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ফোনের উপর ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফোনের দুটি ডিসকাউন্ট মিলিয়ে আইকিউ 12 ফোনটি মাত্র 49,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেলটি 57,999 টাকায় লিস্ট করা। যার উপর আরও ব্যাঙ্ক অফার থাকছে।
এখানে শেষ নয়, অ্যামাজন এই ফোনে 36,700 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। পাশাপাশি, কোম্পানির সাইটে ফোনটি 50,000 টাকার এক্সচেঞ্জ অফার করা হচ্ছে।
ডিসপ্লে: আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। এতে এড্রেনো 750 পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আইকিউ 12 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP ওমনিভিশন প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 3x অপটিকাল জুম এবং 100x ডিজিটাল জুম সহ 64MP টেলিফটো লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 16MP লেন্স দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ 12 ফোনে 5000mAh ব্যাটারি এবং 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: শক্তিশালী গেমিং ফোন iQOO 13 ভারতে লঞ্চ, রয়েছে 32GB RAM সহ তিনটি 50MP ক্যামেরা, জানুন দাম কত