IQOO 11 5G লঞ্চ করতে চলেছে ভারতে, থাকবে একাধিক অত্যাধুনিক ফিচার

IQOO 11 5G লঞ্চ করতে চলেছে ভারতে, থাকবে একাধিক অত্যাধুনিক ফিচার
HIGHLIGHTS

IQOO 11 5G ভারতে আসতে পারে শীঘ্রই

ভারতে IQOO 11 5G IQOO 10 হিসেবে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে

তবে 2022 সালে এই ফোন ভারতে লঞ্চ করবে না বলেই মনে হয়

IQOO 11 সিরিজ চলতি মাসেই চিনে লঞ্চ করতে চলেছে বলে শোনা গিয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজের যেটা বেস মডেল, অর্থাৎ IQOO 11 সেটা একই সময় ভারতেও আসতে পারে। এই ফোনে কী কী ফিচার থাকবে সেটা প্রকাশ্যে এসেছে। Vivo এর সাব ব্র্যান্ড হচ্ছে IQOO। আর তার এই আসন্ন ফোন সিরিজের একাধিক ফিচার ইতিমধ্যেই লিক করেছে।

এছাড়া শোনা যাচ্ছে Redmi Note 12 Pro ফোনটি ভারতে Xaiomi 12i Hypercharge হিসেবে ভারতে লঞ্চ করবে। আগামী বছরের শুরুর দিকেই এই ফোনটি লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু অন্যদিকে IQOO 11 ফোনটি ভারতে 2022 সালেই লঞ্চ হবে না বলেই মনে করা হচ্ছে। কেন? কারণ চলতি বছরের জানুয়ারি মাসে IQOO 9 ভারতে লঞ্চ করে, এরই কয়েকদিন পর ভারতে আসে IQOO 9 Pro এবং IQOO 9 SE। IQOO 9 ফোনটি হচ্ছে IQOO 10 এর রিব্র্যান্ডেড মডেল।

iQoo 11 সিরিজ লঞ্চের কথা জুলাই মাসেই শোনা গিয়েছিল। এই ফোনটি চিনে আগে লঞ্চ করবে। তবে এই ফোনটি ভারতে এক নামে নাও লঞ্চ করতে পারে। এটি IQOO 10 হিসেবে ভারতে আত্মপ্রকাশ ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেহেতু চলতি বছরের শুরুর দিকে IQOO 9 ভারতে এসেছে তাই মনে করা হচ্ছে IQOO 10 2023 সালের জানুয়ারির দিকেই ভারতে লঞ্চ করবে। তবে সংস্থার তরফে এখনও নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। ভারতে কবে এই ফোন আসবে, কী নামে আসবে এই মর্মে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।

IQOO 11 5G

IQOO 11

144 HZ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম থাকবে বলেই জানা গিয়েছে। IQOO 11 এ গ্রাহকরা পাবেন দুটি RAM ভ্যারিয়েন্ট, একটি 8 GB, একটি 12 GB। 128, 256, 512 GB এর তিনটে ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের তিনটি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে এই ফোনে। এছাড়া ডিসপ্লের জন্য গ্রাহকরা এই ফোনে পেয়ে যেতে পারেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা সেট করা থাকবে হোল পাঞ্চ কাট আউটের মধ্যে। 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে।

Digit.in
Logo
Digit.in
Logo